আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার। তার পাশাপাশি ফ্যাশন আইকনও। সেটা তাঁর হেয়ারস্টাইল হোক বা ট্যাটু বা হীরের কানের দুল। ফ্যাশন স্টেটমেন্টে মাথা ঘুরিয়ে দেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর ঘড়ির সমাহার তাক লাগানোর মতো। এশিয়া কাপের প্রথম প্র্যাকটিস সেশনে নজর কাড়ে হার্দিকের ঘড়ি। প্রায় প্রত্যেক দিনই তারকা অলরাউন্ডারের হাতে একই ঘড়ি দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ঘড়িটি রিচার্ড মিলি আরএম ২৭-০৪ এর। লিমিটেড এডিশনের ঘড়ি। যার ফলে ঘড়ির সঠিক মূল্য জানা যায়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ঘড়ির দাম ২০ কোটি। ওয়াচস্পটার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুযায়ী, ঘড়ির দাম ১৫ কোটি। ঘড়ির দাম যদি সত্যিই ২০ কোটি হয়, তাহলে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্যের থেকে আটগুণ বেশি। এশিয়া কাপের বিজয়ী দল পায় ২.৬ কোটি। সেখানে হার্দিকের হাতেই তার থেকে ঢের গুণ বেশি দামের ঘড়ি। 

গত কয়েক বছরে সংক্ষিপ্ত ফরম্যাটে‌ নিজেকে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার প্রতিপন্ন করেছেন হার্দিক। এশিয়া কাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বুধবার থেকে এশিয়া কাপে যাত্রা শুরু করে দেবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে কয়েকটা মাইলস্টোন পেরোনোর চেষ্টা করবেন হার্দিক। ১১৪টি টি-২০ খেলেছেন ৩১ বছরের অলরাউন্ডার। ১৮১২ রান করেন। স্ট্রাইক রেট ১৪১.৬৭। তাতে রয়েছে পাঁচটি অর্ধশতরান। টি-২০ ক্রিকেটে ২০০০ রানের কাছাকাছি। আর ১৮৮ রান করলেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। এশিয়া কাপের মঞ্চে সেই জায়গায় পৌঁছে যেতে পারেন। 

বল হাতেও সমান পারদর্শী। বর্তমানে তাঁর সংগ্রহ ৯৪ উইকেট। বল হাতে শতরান করতে প্রয়োজন আর ৬ উইকেট। সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। গ্রুপ এতে রয়েছে ভারত। সেই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। আগের বছর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সময় বদলে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের। সন্ধে‌ সাড়ে সাতটার বদলে রাত আটটায় শুরু হবে মহারণ। এশিয়া কাপের ১৯টি ম্যাচ ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে হওয়ার কথা ছিল। তারমধ্যে থেকে ১৮টি। ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে যায়। অর্থাৎ, আটটা থেকে শুরু হবে। একমাত্র ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে।