আজকাল ওয়েবডেস্ক: সুস্থ হয়ে ফিরতে না ফিরতেই ফের চোট আতঙ্ক। সেই হার্দিক পাণ্ডিয়া। কটকে মঙ্গলবার সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু রবিবার প্রথম টি–টোয়েন্টিতে নামার আগে অনুশীলনে সমস্যা দেখা দেয় হার্দিকের। বল করার সময় অস্বস্তি হয় তাঁর। ফলে আর বল করেননি হার্দিক। দলের শেষ অনুশীলনেও দেখা যায়নি তাঁকে।
ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, রবিবার একা একা অনুশীলন করছিলেন হার্দিক। শুরুতে বল করছিলেন। ২০ মিনিট বল করার পর বোঝা যায়, কিছু একটা সমস্যা হচ্ছে হার্দিকের। কোয়াড্রিসেপসে চোট লাগায় এতদিন মাঠের বাইরে ছিলেন হার্দিক। তাঁর চোটের জায়গাতেই সমস্যা হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। হার্দিকের মুখ দেখে বোঝা যাচ্ছিল, বেশ অস্বস্তি হচ্ছে। এরপর আর বল করতে দেখা যায়নি হার্দিককে। মাঠের ধারে শুয়ে পড়েন। ফিজিও এসে তাঁকে পরীক্ষা করে দেখেন। ফিজিওর কাছে ম্যাসাজ নেওয়ার পর আবার ওঠেন হার্দিক। তারপর নেটে ব্যাটিং অনুশীলন করেন কিছুক্ষণ। এরপর ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয় দলের অলরাউন্ডার।
সোমবার দলের অনুশীলনে হার্দিক ছিলেন না। এরপরেই হার্দিকের চোটের জল্পনা আরও বেড়েছে। ভারতীয় দল অবশ্য কিছু জানায়নি। অধিনায়ক সূর্যকুমার যাদবও এই বিষয়ে কিছু বলেননি।
প্রসঙ্গত, এশিয়া কাপের শেষ দিকে চোট পেয়েছিলেন হার্দিক। ফলে ফাইনাল খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে ফিরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন। রানও করেছেন। এখন দেখার কটক ম্যাচে খেলেন কিনা হার্দিক।
