আজকাল ওয়েবডেস্ক: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অন্যতম সেরা তারকা নীরজ চোপড়া আজ পা দিলেন ২৬ বছরে। অল্প বয়সেই বিশ্বমঞ্চে একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। গত কয়েক বছরে অলিম্পিক থেকে শুরু করে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। নিঃসন্দেহে বলা যেতেই পারে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। জ্যাভলিনের প্রায় প্রত্যেক বড় ইভেন্ট এবং চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যেই জিতে ফেলেছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক তাঁর রেকর্ড।


২০১৬: ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে নীরজ চোপড়া ৮২.২৩ মিটার থ্রো করে স্বর্ণপদক জেতেন। এই স্তরে সোনার পদক জেতা প্রথম ভারতীয় তিনি।


২০১৭: ভুবনেশ্বরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপসে নীরজ চোপড়া ৮৫.২৩ মিটার থ্রো করে স্বর্ণপদক জেতেন।


২০১৮: গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে চোপড়া ৮৬.৪৭ মিটার থ্রো করে স্বর্ণপদক জেতেন।


২০১৮: কমনওয়েলথ গেমসের কয়েক মাস পর, ২০১৮ সালের এশিয়ান গেমসে নীরজ চোপড়া ৮৮.০৬ মিটার থ্রো করে স্বর্ণপদক জেতেন। এই বছর তিনি কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন হয়ে বছর শেষ করেন।


২০২১: টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ফাইনালে উঠেন। ফাইনালে তিনি ৮৭.৫৮ মিটার থ্রো করে স্বর্ণপদক জেতেন। অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণ জেতা প্রথম ভারতীয় এবং অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জেতা দ্বিতীয় ভারতীয় তিনি।


২০২৪: প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া তাঁর কেরিয়ারের সেরা থ্রো করেন। ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে রূপো জিতে নেন নীরজ। পরপর দু’বার অলিম্পিকে অংশ নিয়ে দ্বিতীয় পদক অর্জন করেন তিনি।