আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চলছে সমানে সমানে লড়াই। আগের দিন এগিয়ে যাওয়ার পর হার ডি গুকেশের। চীনের ডিং লিরেনের কাছে দ্বাদশ গেমে হার ভারতীয় দাবাড়ুর। ১২ রাউন্ডের পর দু'জনের পয়েন্ট ৬। বাকি দুই রাউন্ড। তার ওপরই নির্ভর করবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রেজাল্ট। শেষপর্যন্ত ড্র হলে, টাইব্রেকারে খেলার ফয়সালা হবে। আগের দিন একাদশ গেম জেতেন গুকেশ। এদিন এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এগিয়ে থাকার সুবিধা হারালেন। সোমবার প্রথম থেকেই একটু ব্যাকফুটে ছিলেন ভারতীয় দাবাড়ু। সময়ের চাপে পড়ে যান। ১৫ চালের জন্য হাতে সময় ছিল মাত্র ৭ মিনিট। শেষপর্যন্ত পারলেন না। ৩৯তম চালের পর হার মানেন ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার।
আগের গেম হারায় এদিন চাপ বেশি ছিল লিরেনের ওপর। সোমবার হারলে খেতাব একপ্রকার হাত থেকে বেরিয়ে যেত। ১২ গেমে গুকেশ দুই পয়েন্টে এগিয়ে গেলে শেষ দুটো গেম জিততেই হত চীনের প্রতিপক্ষকে। সাদা ঘুঁটি নিয়ে খেলার পূর্ণ ফায়দা তোলেন। শুরু থেকেই ভারতীয় দাবাড়ুকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। দ্রুত চাল দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে একটু সময় নেন গুকেশ। এখানেই পার্থক্য গড়ে যায়। ২৪তম চালের পর বোর্ড প্রায় লিরেনের দখলে চলে আসে। শেষপর্যন্ত ৩৯তম চলে এসে হার মানেন গুকেশ। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার আশা ছাড়ছেন না। গুকেশ বলেন, 'এখনও দুটো গেম বাকি আছে। লড়াই করব। দু'জনেরই স্কোর সমান। তাই দু'জনেরই সুযোগ থাকছে।' মঙ্গলবার বিশ্রাম। বুধবার ১৩তম গেমে মুখোমুখি হবেন দুই গ্র্যান্ডমাস্টার।
