আজকাল ওয়েবডেস্ক: এবার আইএসএলে কোচিং করাতে পারবেন জাতীয় দলের প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী। গোলকিপারদের এএফসি এ ডিপ্লোমা কোর্স পাস করলেন বহু যুদ্ধের সৈনিক।
কোচদের ক্ষেত্রে যেটা প্রো লাইসেন্স, গোলকিপারদের ক্ষেত্রে সেটাই এই ডিপ্লোমা কোর্স। লেভেল থ্রি নামেও তা পরিচিত। এটাই গোলকিপারদের ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি।
এই ডিগ্রি করার জন্য অনন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল সন্দীপকে। লেভেল টু পাস করে বসে ছিলেন দীর্ঘসময়। এই লেভেল থ্রি বা এএফসি এ ডিপ্লোমা কোর্স করার জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুরে যেতে হয়। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ অনুরোধের পরে অবশেষে দেশের মাটিতেই গোলকিপারদের সর্বোচ্চ ডিগ্রি করার সুযোগ মেলে। তার সদ্ব্যবহারও করলেন সন্দীপরা।
সন্দীপ ছাড়াও প্রাক্তন গোলকিপার অভিজিৎ মণ্ডল, শুভাশিস রায়চৌধুরী, ললিত থাপা ও বিনয় সিং-সহ মোট ১৪ জন উত্তীর্ণ হয়েছেন। তঁদের মধ্যে রয়েছেন দু'জন বিদেশিও।
একাধিক ক্লাবের জার্সিতে জাতীয় লিগ ও আই লিগ চ্যাম্পিয়ন হন সন্দীপ নন্দী। আশিয়ান কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের গোল আগলানোর দায়িত্বেও ছিলেন বঙ্গসন্তান।
ফুটবলজীবন শেষের পরে কোচিং জীবন শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই নর্থ ইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবার ক্লাবে কোচিং করেন তিনি। নতুন মরশুমে ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচ হওয়ার দৌড়েও রয়েছে তাঁর নাম। শেষপর্যন্ত কী হবে, তা বলবে সময়। তবে এএফসি এ ডিপ্লোমা কোর্স করে ফেলায় আগামিদিনে আইএসএলে কোচিং করানোর ক্ষেত্রে আর বাধার মুখোমুখি হতে হবে না সন্দীপ নন্দীকে।
