আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের আগে হাসিঠাট্টায় মজে রয়েছেন গৌতম গম্ভীর। মেগা টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের হেড কোচ আপাতত কিছুটা অবসর সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি দিল্লি প্রিমিয়ার লিগেযুক্তর একটি ম্যাচে হাজির হয়েছিলেন এবং সেখানে এক মজার র্যাতপিড ফায়ার রাউন্ডে অংশ নেন। তাঁকে কয়েকটি শব্দ দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভারতীয় ক্রিকেটারের নামের সঙ্গে সেই শব্দগুলো করেন। প্রত্যেকটি শব্দের সঙ্গে বেছে নেওয়া ক্রিকেটারের নামের সঙ্গে সেই তালিকা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ‘ক্লাচ’ শব্দটির সঙ্গে তিনি শচীন তেন্ডুলকরের নাম জুড়েছেন, ‘দেশি বয়’ হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলিকে।
‘স্পিড’ শব্দের সঙ্গে রেখেছেন যশপ্রীত বুমরাকে, আর ‘গোল্ডেন আর্ম’ হিসেবে উল্লেখ করেছেন নীতিশ রানাকে। গম্ভীরের মতে, শুভমান গিল সবচেয়ে স্টাইলিশ, রাহুল দ্রাবিড় মিস্টার কনসিস্টেন্ট, ভিভিএস লক্ষ্মণ হলেন প্রকৃত রান মেশিন, আর ঋষভ পন্থ দলের সবচেয়ে মজার খেলোয়াড়। গম্ভীর জানান, ডেথ ওভার স্পেশালিস্টের নাম বলার সময় প্রথমে তিনি বুমরার কথাই ভেবেছিলেন, কিন্তু যেহেতু বুমরার নাম আগেই নিয়েছেন, তাই শেষমেশ জাহির খানের নাম নেন। তবে মাঠের বাইরে এইসব হালকা মুহূর্তে মজা নিলেও জাতীয় দলের হয়ে গৌতম গম্ভীরের কোচিং রেকর্ড এখন আলোচনার কেন্দ্রে। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সম্প্রতি মন্তব্য করেছেন, গম্ভীরের অধীনে ভারতের টেস্ট পারফরম্যান্স বেশ উদ্বেগজনক।
আরও পড়ুন: লক্ষ্য ভারত সফর এবং একদিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন মিচেল স্টার্ক
তাঁর হিসাবে, কোচ হিসেবে গম্ভীরের সময়ে ভারত এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে—জিতেছে মাত্র ৫টিতে, হেরেছে ৮টিতে এবং ২টি ড্র হয়েছে। জয়ের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩.৩৩ শতাংশ। আকাশের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের হার ছিল অত্যন্ত হতাশাজনক এবং কিছুটা অপ্রত্যাশিতও। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া সফরে গিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট কেরিয়ার কার্যত শেষ হয়ে যায়, যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তবে চোপড়া এটাও মনে করিয়ে দিয়েছেন যে ভারতীয় দল এখন এক পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই ধরনের ট্রানজিশন সবসময়ই কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ভারতের লড়াই অনেককেই মুগ্ধ করেছে এবং গম্ভীরের কোচিংয়ে নতুন আশার সঞ্চার করেছে। সামনে এশিয়া কাপ এবং তারপর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ গম্ভীর ও ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
প্রসঙ্গত, এশিয়া কাপের আগে বিপাকে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। করোনা অতিমারির সময়ে ওষুধ মজুত করার অভিযোগে গম্ভীরের নামে মামলা হয়েছিল। নিম্ন আদালতের ওই বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। ফের ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে গম্ভীরের বক্তব্য শোনা হবে। কোভিডের সময় পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ছিলেন গৌতম গম্ভীর। সেই সময় তাঁর বিরুদ্ধে অতিরিক্ত পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুতের দায়ে মামলা দায়ের হয়। নিম্ন আদালতে ওই মামলার শুনানি চলছে। সেই বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গম্ভীর। গত সোমবার তাঁর আইনজীবী হাইকোর্টে শুনানির সময় জানান যে, গম্ভীর প্রাক্তন সাংসদ, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক, কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ দিয়ে মানুষের সাহায্য করেছেন। যার জবাবে বিচারপতি নীনা বনসল কৃষ্ণ বলেন, ‘যদি আপনি বিষয়টা সহজ করে বলতেন, তাহলে ভেবে দেখতাম। আপনি অনেক কিছু বলার চেষ্টা করছেন। আপনার মক্কেল, তাঁর নাম, তাঁর যোগ্যতা–পরিচয় এসব উল্লেখ করে কোর্টের সামনে কাজ চালাতে পারবেন না।’ আদালতের তরফ থেকে আরও বলা হয়, ‘একবার স্থগিতাদেশ দিলে আপনি কোর্টে হাজির হওয়া বন্ধ করে দেবেন, তদন্তও বন্ধ হয়ে যাবে।’ ৮ সেপ্টেম্বর নিম্ন আদালতে ফের শুনানি রয়েছে।
