আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে সবকিছু ঠিক নেই। ভারতীয় দলের অন্দরমহলে অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত। এমসিজিতে জিতে সিরিজ ২-১ এ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তারপরই অশান্তি শুরু। গৌতম গম্ভীরের ওপর চাপ বাড়তে শুরু করেছে। শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হারের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে দুরমুশ। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হওয়ার পথে। চতুর্থ টেস্ট হারের পর মেজাজ হারান গম্ভীর। ড্রেসিংরুমে ক্ষোভে ফেটে পড়েন। নিজেদের উইকেট ছুড়ে দেওয়ার জন্য কয়েকজন তারকা ক্রিকেটারের ওপর ক্ষোভ উগরে দেন ভারতের হেড কোচ। যার ফলে ব্রিসবেন টেস্ট হারে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থায় খবর অনুযায়ী, ড্রেসিংরুমে মেজাজ হারিয়ে গম্ভীর বলেন, 'অনেক হয়েছে।' টেস্ট হারের পর প্লেয়াররা সাজঘরে ফেরা মাত্রই নাকি এমন বলেন গৌতি। 

কয়েকজন প্লেয়ারের খেলায় খুশি নন ভারতের হেড কোচ। জানা গিয়েছে, দায়িত্ব নেওয়ার পর গম্ভীর প্লেয়ারদের বলেছিলেন, নিজেদের মতো খেলার জন্য তাঁদের ছয় মাস দিচ্ছেন। কিন্তু এবার সবকিছু বন্ধ। এবার থেকে তাঁর পরিকল্পনা অনুযায়ী না খেললে, তাঁদের দরজা দেখিয়ে দেওয়া হবে। বর্তমানে দলের মধ্যে একটি সমস্যা রয়েছে। গম্ভীরের স্ট্র্যাটেজির সঙ্গে প্লেয়ারদের খেলার ধরনে পার্থক্য রয়েছে। মেলবোর্ন টেস্টে ঋষভ পন্থের দায়িত্বজ্ঞানহীন শট পার্থক্য গড়ে দেয়। আবার একই শট খেলে আউট হন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসের শুরুটা সতর্কতার সঙ্গে করেন রোহিত শর্মা। কিন্তু আবার সেই একই ভুল। অভিজ্ঞ এবং তারকা প্লেয়ারদের এমন ভুল মেনে নিতে পারছেন না গম্ভীর। প্রচণ্ড চটে গিয়েছেন ভারতের হেড কোচ। এবার কঠোর পদক্ষেপ নেওয়ার পথে গুরু গম্ভীর।