আজকাল ওয়েবডেস্ক: ঘোর সমস্যায় কিলিয়ন এমবাপে। ফ্রান্সের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত চলছে। সুইডেনের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে তেমনই জানা গিয়েছে। সম্প্রতি স্টকহোমে দেখা গিয়েছে এমবাপেকে। তবে 'ভুয়ো খবর' বলে উড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। ২৫ বছরের তারকা ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তদন্ত চালাচ্ছে সুইডিশ পুলিশ। ধর্ষণের পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে। সুইডেনের একটি সংবাদপত্রে বলা হয়েছে, 'আমাদের তথ্য অনুযায়ী, পুলিশ তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণ এবং শারীরিক হেনস্থার তদন্ত করছে।' তবে এমবাপের ঘনিষ্ঠরা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। দাবি, তাঁর বিরুদ্ধে আইনি অভিযোগের কোনও খবর নেই তাঁদের কাছে।
সদ্য চোট থেকে ফিরেছেন ফরাসি তারকা। তাই নেশনস লিগের ম্যাচে তাঁকে দলে রেখেননি দিদিয়ের দেশঁ। এই সুযোগে একদল বন্ধুবান্ধব নিয়ে গত বৃহস্পতিবার সুইডেনের রাজধানীতে যান এমবাপে। নাইটক্লাবে যাওয়ার আগে একটি রেস্তোরাঁয় রাতের খাবার সারেন। সংশ্লিষ্ট সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ফরাসি তারকা এবং তাঁর গ্রুপ শুক্রবার সুইডেন ছাড়ে। বলা হয়েছে, স্টকহোমের সিটি সেন্টারে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ধর্ষণের শিকার হওয়া মহিলা মেডিক্যাল সাহায্য নেওয়ার পর অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তের নাম নেননি। পরে সুইডেনের আরও একটি সংবাদপত্র জানায়, সন্দেহের তালিকায় রয়েছেন এমবাপে। তবে ফরাসি তারকা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। জানান, ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
সুইডিশ পুলিশ কোনও তথ্য প্রকাশ করতে চাইছে না। জানিয়েছে, তাঁরা ধর্ষণের অভিযোগ পেয়েছে। এখনই সমস্ত তথ্য সামনে আনলে, অভিযুক্তরা সজাগ হয়ে যাবে। যার ফলে তদন্তে দেরী হতে পারে। তবে সুইডেনের সংবাদপত্র তাঁদের ওয়েবসাইটে কিছু ছবি প্রকাশিত করেছে। সেখানে এমবাপে এবং তাঁর বন্ধুরা যে হোটেলে ছিল, তার সামনে পুলিশ অফিসারদের দেখা যায়। এমবাপের ঘনিষ্ঠ মহল থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ ওয়েবে একটি জঘন্য গুজব রটাচ্ছে এক সুইডিশ মিডিয়া। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। কিলিয়ান এমবাপের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে যথাযত আইনি পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা মিডিয়ায় বিরুদ্ধে মানহানির অভিযোগও করা হবে।' উল্লেখ্য, সাত বছর পিএসজিতে কাটানোর পর, চলতি মরশুমেই রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে।
