আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের অবসর গ্রহণে বিস্মিত ক্রিকেটবিশ্ব। অবাক ইমরান খানের দেশ পাকিস্তানও।
ভারতের তারকা অফস্পিনারের আচম্বিতে নেওয়া সিদ্ধান্তের পরে প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি বলেছেন, অশ্বিন শুধু ম্যাচ উইনার নন। তিনি সিরিজ উইনার।
সেই সঙ্গে বাসিত আরও জানান, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের বোঝানো উচিত ছিল অশ্বিনকে যেন তিনি সিরিজের শেষে ব্যাট-প্যাড তুলে রাখেন।
অশ্বিনের অবসরের দিনক্ষণ নিয়ে সন্তুষ্ট নন বাসিত আলি। তিনি বলছেন, ''অশ্বিনের কবে অবসর নেওয়া উচিত ছিল জানেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য যখন ওয়াশিংটন সুন্দরকে ডেকে আনা হয়, সেই সিরিজের পরই সরে যাওয়া উচিত ছিল অশ্বিনের। অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের পরে অবসর নেওয়া উচিত ছিল। রোহিত আর গম্ভীরের ওকে বোঝানো উচিত যে এখনই অবসর নিও না। পরবর্তী দুটো টেস্টে তোমাকে দরকার পড়বে। সিডনিতে তো খুব বেশি করে দরকার পড়বে অশ্বিনকে।''
বাসিত প্রশ্ন তুলেছেন অশ্বিনকে কী বলা উচিত? সিরিজ উইনার নাকি ম্যাচ উইনার? প্রাক্তন পাক তারকা বলছেন, ''অশ্বিন কি ম্যাচ উইনার? আমি বলবো সিরিজ উইনার। অশ্বিন সিরিজ জিতিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ একটা দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জেতালে তাঁকে ম্যাচ উইনার বলা হয়। টুর্নামেন্ট জেতানো খেলোয়াড় আর সিরিজ জেতানো খেলোয়াড় আলাদা হয়ে থাকে।''
তিনি আরও বলেন, ''লাল বলের ফরম্যাটই আসল। হরভজনের শেষ হয়ে গিয়েছে। অনিল কুম্বলেও তাই। অশ্বিনেরও শেষ হয়ে গেল। এরা সবাই সিরিজ জেতানো বোলার ছিল।''
