আজকাল ওয়েবডেস্ক: কেউ বলছেন, পাকিস্তান ক্রিকেট সমাহিত। আবার কেউ বলছেন, এক কলা বাঁদরও খায় না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরে পাকিস্তান ক্রিকেট অশান্ত। এর মধ্যেই নতুন বিতর্কে বাবর আজম। তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ। পাক ক্রিকেটের এই হতশ্রী দশার জন্য বাবরকেই দায়ী করছেন প্রাক্তন পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ। 

বাবর আজম বড় ব্যাটসম্যান। দারুণ প্রতিভাবান। সর্বোচ্চ পর্যায়ের পারফরমার। কিন্তু তাঁর হাতে দলের রিমোট কন্ট্রোল তুলে দেওয়াটাই অন্যায় হয়েছে বলে মনে করেন শেহজাদ।

প্রাক্তন পাক ক্রিকেটার বলছেন, ''বাবর সব সময়ে বন্ধু পরিবৃত হয়ে থাকত। সেই বন্ধুদেরই দলে নিত। যোগ্য খেলোয়াড় জায়গা পেত না। বাবর যোগ্যতাকে গুরুত্ব দিত না। বন্ধুদের দলে সুযোগ দিয়ে দেশীয় ক্রিকেটের বারোটা বাজিয়ে দিয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেটে যারা ভাল খেলত, তারা সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েছে।'' 

বাবরের ভুলচুক খুঁজে পেয়েছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর স্টান্স ঠিক করতে বলেছেন সানি। কিন্তু পাকিস্তানের প্রাক্তনরা বাবরকে সহানুভূতির চোখে দেখছেন না। তাঁরা আক্রমণ করেই চলেছেন।

শেহজাদ আরও বলেন, ''পাকিস্তানের ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ সব সময়েই ছিল। তবে গত দু'বছরের জন্য এত হাল খারাপ হয়নি। সমস্যা শুরু হয়েছিল অনেক আগে থেকেই।'' যার জন্য এখন ভুগতে হচ্ছে পাকিস্তানকে।