আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করেও জাতীয় দলে জায়গা হয়নি। সেই করুণ নায়ার অবশেষে জায়গা পেলেন ভারত এ দলে। 

ইংল্যান্ড সফরের জন্য ভারতের যে 'এ' দল ঘোষণা করা হয়েছে সেই দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। ভারতীয় এ দলে ডাক পেয়েছেন করুণ নায়ারও। 

২০১৬ সালে টেস্ট অভিষেক ঘটেছিল করুণ নায়ারের। রেকর্ড ভেঙে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওই ত্রিশতরান করার পরেও কিন্তু জাতীয় দলে করুণ নায়ারের জায়গা পাকা হয়নি। 

?ref_src=twsrc%5Etfw">December 10, 2022

তিনি একেবারেই দল থেকে ছিটকে যান।  কর্ণাটকের রাজ্য় দল থেকেও বাদ পড়েন করুণ নায়ার। ২০২২ সালে দল থেকে ছিটকে যাওয়ার পরে করুণ নায়ার টুইট করেছিলেন, ''ডিয়ার ক্রিকেট, আরও একটা সুযোগ দাও আমাকে।'' 

 

২০২৪-২৫ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভর হয়ে খেলেন করুণ নায়ার। আটটি ইনিংসে করুণ নায়ার ৭৭৯ রান করেন। তার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি। 

রঞ্জি ট্রফিতে ৯টি ম্যাচে নায়ার করেন ৮৬৩ রান। ফাইনালে কেরলের বিরুদ্ধে নায়ারের সেঞ্চুরি বিদর্ভকে খেতাব জিততে সাহায্য করে। 

তার পুরস্কার পেলেন নায়ার। ভারতীয় এ দলে নায়ার ডাক পাওয়ায় দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান টুইট করলেন, ''ভারত এ দলে করুণ নায়ার ডাক পাওয়ার অর্থ হল, ডিয়ার ক্রিকেট ওকে টিম ইন্ডিয়ার হয়ে আরও একটা খেলার সুযোগ করে দাও।'' 

?ref_src=twsrc%5Etfw">May 16, 2025