আজকাল ওয়েবডেস্ক: হেডিংলিতে হেরে সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ কী হবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। 

প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ নিয়ে অসন্তুষ্ট দেশের প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার। 

চার জন পেসার নামানোর কোনও প্রযোজনই ছিল না বলে মনে করেন তিনি। দ্বিতীয় টেস্টে কুলদীপ যাদবকে দলে নেওয়ার উপরে জোর দিচ্ছেন ভেঙ্গসরকার। বাদ দিতে চাইছেন শার্দুল ঠাকুর বা প্রসিদ্ধ কৃষ্ণাকে। ভেঙ্গসরকার বলেন, ''কুলদীপকে দলে দরকার। চার জন পেসারকে খেলানোর কোনও যুক্তিই নেই। শার্দুল বা প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে কাউকে বসিয়ে সেই জায়গায় কুলদীপকে খেলানো উচিত।'' 

দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর চাইছেন শার্দুল ঠাকুরকে বসানো হোক। তাঁর পরিবর্তে দলে আসুক কুলদীপ। মঞ্জরেকর বলছেন, ''আমি দুঃখিত, তবে শার্দুল ঠাকুরের সরে যাওয়া উচিত। কুলদীপের দলে ঢোকা দরকার। এই একটা পরিবর্তন করা দরকার ভারতের।'' 

মঞ্জরেকর আরও বলেন, ''প্রথম টেস্টে আমি নীতীশ কুমার রেড্ডিকে চেয়েছিলাম। অস্ট্রেলিয়ায় পারফরম্যান্সের ভিত্তিতেই নীতীশকে দলে চেয়েছিলাম। তবে ওকে দলে নিলে ভারসাম্য নষ্ট হতে পারে। চতুর্থ সিমারের মতো বোলিং করতে পারবে না নীতীশ। ভারতকে এবার কঠিন এক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। ইংল্যান্ডের পরিস্থিতিতে ভাল বোলার নিয়ে খেলতে হবে। যদি দু'জন স্পিনারকে নিয়ে নামতে হয়, তাহলে তাই করতে হবে।'' 

গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টে দলে কী পরিবর্তন করে, সেটাই এখন দেখার। মঞ্জরেকর কিন্তু শুভমান গিল ও গৌতম গম্ভীরকে পরাম্রশ দিয়ে বলছেন, ''পরিস্থিতি যাই হোক না কেন, সেরা বোলারদের বেছে নিতে হবে। মহম্মদ সামির মতো বোলার নেই দলে, তাই একজন পেসারকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে প্রথম একাদশে আনার পক্ষে আমি।''