আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে পার্থক্য ছিল আকাশ-পাতাল। চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল ভারত। এককথায়, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের রিয়ালিটি চেক। টি-২০ ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন।

ফেভারিট হিসেবেই নেমেছিল সূর্যকুমার যাদবের দল। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট কীভাবে খেলে, সেটা দেখিয়ে দিলেন অভিষেক শর্মা, তিলক বর্মারা।‌ শুরুতে জোড়া উইকেট হারানো সত্ত্বেও, তার প্রভাব ব্যাটিংয়ে পড়েনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জয়। সম্প্রতি ১৪ ম্যাচের মধ্যে ১১ ম্যাচ জয় ভারতের। 

আরও পড়ুন: ড্রিম ইলেভেনের পর টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর হতে চলেছে এই সংস্থা, প্রতি ম্যাচে বোর্ড কত টাকা পাবে জানেন?...

ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে। পাক শিবির থেকে অভিযোগ করা হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টই পাক অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দিয়েছিলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে যেন হ্যান্ডশেক করা না হয়। আবার সূর্যকেও নির্দেশ দেওয়া হয়, তিনি যেন সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে চসের সময়ে বলেছিলেন ভারত অধিনায়কের সঙ্গে তিনি যেন হ্যান্ডশেক না করেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট প্রতিবাদ জানায়। এহেন ব্যবহার খেলার স্পিরিটের পরিপন্থী।'' 

খেলার শেষে সলমন আলি আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করেন। ভারতীয় দলের ব্যবহারে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের উদ্যোক্তা ছিল ভারত।  

এদিকে ভারতের পাকিস্তান জয়ের পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ''পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।'' 

রবিবার ছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্মদিন। তিনি বলেন, ''পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।''  

হ্যান্ড শেক বিতর্কে এবার পাকিস্তানকে কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। তিনি বলেন, ''ওরা এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছে যে আমাদের হ্যান্ড শেক করমর্দন করতে বাধ্য করতে চায়। ওদের মানসিকতা কেমন? সবাই জেনে গিয়েছে যে ওদের অসম্মান করা হয়েছে। আমরা যদি তোমাদের সঙ্গে দেখা করতে রাজি না হই, তাহলে কেন জোর করা হচ্ছে?'' 

ওয়াসনের সংযোজন, "অভিযোগ দায়ের করার পরে ওরা নিজেদের আরও অসম্মান করেছে। অভিযোগ থেকে বোঝা যায় যে ওরা কতটা অপরিণত এবং নাদান। আমাদের বার্তা স্পষ্ট ছিল যে আমরা বাস্তুতন্ত্রের জন্য খেলেছি, কিন্তু আমাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা উচিত নয় কারণ আমরা তোমাদের মোটেও পছন্দ করি না।" 

আরও পড়ুন: জয় শাহর ভয়েই এশিয়া কাপ থেকে নাম তুলল না পাকিস্তান, তুঙ্গে জল্পনা