আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ অতীত। সামনে এশিয়া কাপ। দু'বার পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই টুর্নামেন্টে হয়ত খেলবেন না যশপ্রীত বুমরা। কিন্তু তার আগেই বড় দাবি করে বসলেন মন্টি পানেসার। জানান, বুমরাকে ছাড়াই টেস্ট জিততে পারে ভারত। যা শুনে অনেকেই হয়ত হতবাক হবে। তবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি বেশ কিছু শিক্ষা দিয়েছে। দলের একনম্বর বোলারকে ছাড়াই ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। বুমরার অনুপস্থিতিতে জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ। নজর কাড়েন প্রসিদ্ধ কৃষ্ণও। শেষ দিন চারের মধ্যে তিনটে উইকেট নেন প্রসিদ্ধ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট। ওভাল টেস্টে মোট ৯। ৩৭৪ রান তাড়া করতে পারেনি ইংল্যান্ড। সবাই বুমরাকে‌ ছাড়া ম্যাচ জেতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু জ্বলে ওঠেন সিরাজ। কাকতালীয়ভাবে, যে দুটো টেস্টে বুমরা খেলেছে, সেই দুটো টেস্টেই হারে ভারত। বরং, যে দুটোতে জিতেছে, তারকা পেসার খেলেনি। 

ইংল্যান্ডের প্রাক্তন তারকা মন্টি পানেসার মনে করেন, ভারতীয় দল এখন বুমরাকে ছাড়াই জিততে পারে। তিনি মনে করেন, ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে এটাই সবচেয়ে বড় পাওনা শুভমন গিলদের। পানেসার বলেন, 'ইংল্যান্ড সিরিজ থেকে শুভমনের সবচেয়ে বড় পাওনা, বুমরাকে ছাড়া দুটো টেস্ট জেতা। এটা বড় বিষয়। বর্তমানে বিশ্বের সেরা বোলার। কিন্তু তাঁকে দরকার নেই। আমার মনে হয়, ভারত বুমরাকে ছাড়া টেস্ট জেতার ক্ষমতা রাখে। গিলের নেতৃত্বে এটাই সবচেয়ে বড় পাওনা।' ইংল্যান্ডের প্রাক্তন তারকা মনে করেন, ঘরের মাঠে টেস্টে খেলানো উচিত নয় তারকা পেসারকে। এটাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সেরা উপায়। পানেসার বলেন, 'আমার মতে, বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলা উচিত বুমরার। বরং, ঘরের মাঠে টেস্টে ওকে খেলানো উচিত না। ঘরের মাঠে ওকে ছাড়া যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে ভারত। বিদেশের মাঠে ও এক্স ফ্যাক্টর। ম্যানেজমেন্ট জানিয়ে দিতে পারে, ঘরের মাঠে টেস্টে ওকে আর প্রয়োজন নেই। তবে অ্যাওয়ে টেস্টে দরকার।' 

সিরাজের প্রশংসায় পঞ্চমুখ পানেসার। দাবি করেন, তাঁর বিদেশের মাটিতে গেমচেঞ্জার হওয়ার ক্ষমতা আছে। তিনি বলেন, 'মহম্মদ সিরাজ এখন চাবিকাঠি। ওকে কেন্দ্র করে এগোতে হবে। ওর ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। টানা পাঁচটা টেস্ট খেলার ফিটনেস নেই বুমরার। তাই সব ম্যাচে ওকে পাওয়া যাবে না। কিন্তু মহম্মদ সিরাজ এখন ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। বুমরা এক্স ফ্যাক্টর হলেও, সিরিজের ফয়সালার ক্ষেত্রে সিরাজও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশ সফরে গৌতম গম্ভীর এবং শুভমন গিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোলার।' পরিসংখ্যান বলছে, ঘরের মাঠের থেকে বিদেশে বেশি সফল সিরাজ। তাই তাঁকে বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শ ইংল্যান্ডের প্রাক্তন তারকার।