আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ড সিরিজ হারলেই চাকরি যাবে গৌতম গম্ভীরের!‌ 


কোচ গম্ভীরের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। তাঁর কথায়, প্রথম টেস্ট হারের পরেই ছেঁটে ফেলা উচিত ছিল গম্ভীরকে। পানেসরের কথায়, প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিংকে জমাট দেখালেও বোলিং একেবারেই ভাল হয়নি। ব্যতিক্রম শুধু জসপ্রীত বুমরা। 


ভারত সিরিজে ০–১ পিছিয়ে রয়েছে। বুধবার থেকে শুরু হবে এজবাস্টন টেস্ট। এই টেস্ট হারলে ভারতের ফিরে আসা মুশকিল। 


হেডিংলেতে ৩৭১ রানের টার্গেট সহজেই তুলে দিয়েছিল ইংল্যান্ড। ভারতীয় বোলাররা সমীহ আদায় করতেই পারেননি। পানেসরের কথায়, ‘‌ভক্তরা গম্ভীরকে ট্রোল করবে খুব স্বাভাবিক। প্রশ্ন হল, বোলারদের উন্নত করার মতো ভাল কোচ কী গম্ভীর?‌ সেই যোগ্যতা গম্ভীরের আছে?‌ গম্ভীরকে সেটা প্রমাণ করতে হবে। ব্যাটারদের শোধরাতে পারবে গম্ভীর। কিন্তু বোলারদের?‌ কারা টেস্টে ২০ উইকেট নিতে পারবে সেটা তো গম্ভীরকে বুঝতে হবে।’‌ সব নজর এখন দ্বিতীয় টেস্টে। ভারতীয় বোলাররা কেমন বল করে সেটা দেখার। পানেসরের কথায়, ‘‌ইংল্যান্ডে এটাই এখন গম্ভীরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর গম্ভীর যদি ব্যর্থ হয়, তাহলে আমার মতে বিসিসিআই কিন্তু ম্যাচ বাই ম্যাচ গম্ভীরকে মূল্যায়ন করবে। ভাবনা শুরু হবে সিরিজ শেষ হওয়ার পর কী করা উচিত?‌ গম্ভীরের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতি টেস্টে ২০ উইকেট তুলে নেওয়ার মতো বোলিং আক্রমণ বেছে নেওয়া।’‌ 


এজবাস্টনের উইকেটে ভারতের স্পিনাররা সাহায্য পেতে পারেন বলে মনে করছেন গম্ভীর। তাঁর কথায়, ‘‌এজবাস্টনের উইকেট শুকনো। খুব বেশি ঘাস নেই উইকেটে। ভারতকে এটা সাহায্য করতে পারে। আমি তো বলব কুলদীপ বা সুন্দরের মধ্যে কাউকে খেলাক ভারত। সঙ্গে বাঁহাতি সিমার অর্শদীপ থাকলে বিকল্প বাড়বে।’‌