আজকাল ওয়েবডেস্ক: তিনি যে পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হবেন, তা জানাই ছিল। রবিবার বোর্ডের বার্ষিক সভায় মিঠুন মানহাসকে নতুন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হল। রজার বিনির ছেড়ে যাওয়া বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসবেন মিঠুন মানহাস। ৪৫ বছরের মিঠুন ৩৭-তম বোর্ড প্রেসিডেন্ট।
জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি মিঠুন মানহাস। জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের সঙ্গে তিনি যুক্ত। ১৫৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিঠুন। ৯৭১৪ রান করেছেন তিনি। ২৭টি শতরানের মালিক তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মিঠুন মানহাস। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলস ও পুণে ওয়ারিয়র্সের হয়েও খেলেন তিনি। সেই মিঠুন মানহাস এবার দেশের ক্রিকেট চালাবেন।
আরও পড়ুন: 'যতদিন যুদ্ধ থাকবে, ততদিন...', ভারত-পাক ফাইনালের আগে বিতর্কিত মন্তব্য রশিদ লতিফের
তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য রজার বিনি সত্তর বছর বয়সে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ থেকে সরে যান। লোধা আইন অনুসারে সত্তর বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না। তাই বিনিকে সরে যেতে হয়। তাঁর জায়গাতেই বসতে চলেছেন মিঠুন মানহাস।
উল্লেখ্য, ২০২২ সালে বোর্ড সভাপতি হয়েছিলেন রজার বিনি। সৌরভ গাঙ্গুলির জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার জাতীয় দলের হয়ে একটি ম্যাচও না খেলা মিঠুন মানহাসের হাতেই থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রিমোট কন্ট্রোল। একসময়ে বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে শচীন তেণ্ডুলকরের নাম ভেসেছিল। শচীনের ম্যানেজমেন্ট গ্রুপের তরফে এক বিবৃতিতে জানানো হয়, আসন্ন বিসিসিআই নির্বাচনের আগে শচীনের সভাপতি হওয়া নিয়ে যে গুজব ছড়িয়েছে, তার কোনও ভিত্তি নেই। বিবৃতিতে বলা হয়েছিল, ‘আমাদের নজরে এসেছে যে কিছু রিপোর্ট এবং গুজব ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে শচীন তেন্ডুলকারকে বিসিসিআই সভাপতির পদে বিবেচনা বা মনোনীত করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এমন কোনও ঘটনা ঘটেনি।’
শোনা যাচ্ছিল সৌরভের নামও। হরভজনও দৌড়ে ছিলেন বলেই খবর ছিল। কিন্তু সবাইকে পিছনে ফেলে মিঠুন মানহাস এগিয়ে যান। রবিবার সরকারি সিলমোহর পড়ল তাঁর নামের পাশে।
সৌরভ গাঙ্গুলি ও রজার বিনির পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হলেন তিনি। মানহাসকে নিয়োগ করার পরে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হলেন রাজীব শুক্লা। দেবজিৎ সাইকিয়া বোর্ড সচিব। প্রভতেজ সিং ভাটিয়া বোর্ডের যুগ্ম-সচিব। কোষাধ্যক্ষ হলেন রঘুরাম ভাট।
ঘটনাক্রমে আজই এশিয়া কাপ ফাইনাল। আর এদিনই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানেই মিঠুন মানহাসের নাম ঘোষণা করা হল নব্য বোর্ড প্রেসিডেন্ট হিসেবে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ মানেই এখন হার, এবার নেপালও মাটি ধরাল ক্যারিবিয়ানদের ...
