আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্টকে খুঁজে পাচ্ছেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। হেডিংলিতে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন পন্থ। তাঁর ব্যাটিং উপভোগ্য।
কিন্তু ড্রেসিং রুমে বসে পন্থের তাণ্ডবলীলা দেখা রীতিমতো টেনশনের। প্রাক্তন অজি কিংবদন্তি গ্রেগ চ্যাপেল অবশ্য অত কিছু ভেবে পন্থের ব্যাটিং দেখেন না। ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটারের ব্যাটিং চ্যাপেলের কাছে উপভোগ্য। তিনি মনে করেন, ক্রিকেটকে নতুন ভাবে মেলে ধরছেন পন্থ। তাঁর নেওয়া শট দেখতে ভাল লাগে চ্যাপেলের। এই শটগুলো অবশ্য মোটেও কপিবুক নয়। ক্রিকেট ব্যকরণ বহির্ভুত। তবুও চ্যাপেলের ভাল লাগে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই সেঞ্চুরি করেন পন্থ। তবুও ভারত জিততে পারেনি। চ্যাপেল অবশ্য ভারতের পরাজয় নিয়ে শব্দ খরচ করতে চাননি। তিনি পন্থকে নিয়েই আবেগে ভেসেছেন। চ্যাপেল বলছেন, ''পন্থের ব্যাটিংয়ের সৌন্দর্য হল, ও দ্রুত রান করতে পারে। দলকে ম্যাচ জেতার সময় দেয়। হেডিংলিতে পন্থ অসাধারণ পারফরম্যান্স তুলে ধরেছে। এমন কিছু শট খেলেছে, যেগুলো সম্ভবত এমসিসি-র কোচিং ম্যানুয়ালে নেই। ব্যাটসম্যান হিসেবে পন্থ ক্রিকেটকে নতুন করে আবিষ্কার করেছে।''
চ্যাপেলের সংযোজন, ''আধুনিক প্রযুক্তির সাহায্যে এখনকার ব্যাটগুলো তৈরি হয়। এগুলো আলাদা। পুরনো ব্যাট দিয়ে যে শট খেলা সম্ভব ছিল না, এখনকার ব্যাট দিয়ে তা অবলীলায় খেলা সম্ভব। পন্থের খেলা দেখা রোমাঞ্চকর।'' ভারতের প্রাক্তন হেড কোচ জানান, পন্থকে দেখে তাঁর গিলক্রিস্টের কথাই মনে হয়েছিল। চ্যাপেলের বক্তব্য, ''ওকে যখন প্রথম দেখেছিলাম, আমার গিলক্রিস্টের কথাই মনে হয়েছিল। একদমই অন্যধরনের ক্রিকেটার। একজন উইকেট কিপার যখন আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত রান তুলতে পারে, তখন পার্থক্য গড়ে দেয়। প্রথম বল থেকেই ও কী ধরনের শট খেলবে, তা অনুমান করা কঠিন। যে কোনও মুহূর্তে এগিয়ে এসে ফাস্ট বোলারকে আক্রমণ করতে পারে আবার পড়ে গিয়ে খেলতে পারে র্যাম্প শট। কখন যে কী করবে, তা কেউ জানে না। পন্থ ম্যাচ উইনার। খুব দ্রুত ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।'' হেডিংলির দুই ইনিংস পন্থকে এনে দিচ্ছে প্রশংসা।
