আজকাল ওয়েবডেস্ক: পুণেতে চলছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। পানীয় জলের অভাবে সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার বিরুদ্ধে স্লোগান দিলেন উপস্থিত সমর্থকরা। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেয় সংস্থা। 

প্রায় ১৮ হাজার দর্শকের উপস্থিতিতে এদিন সকালের খেলা শুরু হয়। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের স্ট্যান্ডের একটা বড় অংশে নেই ছাদ। ছাদ না থাকায় রোদের মধ্যে বসে খেলা দেখেছেন অনেকে। তৃষ্ণার্ত দর্শকরা পানীয় জলের খোঁজ শুরু করেন।

ছুটে যান বুথে, যেখান থেকে জল পাওয়ার কথা। কিন্তু সেখানে পানীয় জল না পেয়ে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে থাকেন। এর মধ্যে নিরাপত্তারক্ষীরা দর্শকদের জল বিতরণ করেন।

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসাল বলেন, ''অসুবিধার জন্য সমস্ত ভক্তদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আগামিদিনে সব ঠিকঠাক থাকবে বলেই আমাদের আশা। ইতিমধ্যেই আমরা পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করেছি।''

তবে পরিস্থিতি বেশি জটিল হয়নি। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৫৯ রানে। দিনের শেষে ভারতের রান এক উইকেটে ১৬।