আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের প্যারিস অলিম্পিক চলাকালীন সংবাদ শিরোনামে ছিলেন আলজেরিয়ান বক্সার ইমানে খলিফ। অবশ্য শিরোনামে থাকার কারণ ছিল বিতর্ক। মহিলাদের ৬৬ কোজি বিভাগে কার্যত হেলায় জিতে প্রথম হয়েছিলেন তিনি। অনেকের কাছে ‘বায়োলজিক্যাল ম্যান’ আখ্যা পেয়েছিলেন তিনি। এই বিতর্কের মধ্যেও সোনা জেতায় প্রতিযোগিতায় যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

 

 

অলিম্পিক শেষ হওয়ার কয়েক মাস পর ফাঁস হল ইমানে খলিফের একটি মেডিক্যাল রিপোর্ট। সেখানে সাফ লেখা আলজেরিয়ান বক্সার আদতেই একজন পুরুষ। জানা গিয়েছে, রিপোর্টটি প্যারিসের ক্রেমলিন-বিকেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্সের মহম্মদ লামিন ডেবাঘিন হাসপাতালের বিশেষজ্ঞরা মিলে তৈরি করেছিলেন। সেখানে অভ্যন্তরীণ শুক্রাশয়ের অস্তিত্ব এবং জরায়ুর অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এমআরআই রিপোর্টে ‘মাইক্রোপেনিসের’ উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। 

 

 

এই রিপোর্ট সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংও। অলিম্পিক কমিটিকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় তিনি আহ্বান জানিয়েছেন, খলিফকে দেওয়া সোনার পদকটি ফিরিয়ে নেওয়া হোক। উল্লেখ্য, ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ইমানে খলিফকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। কিন্তু অলিম্পিক কমিটি কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।