আজকাল ওয়েবডেস্ক:‌ ২০১৯ বিশ্বকাপ। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া গিয়েছিল ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে। সেবার দল নির্বাচন নিয়ে হয়েছিল তুমুল বিতর্ক। অম্বাতি রায়ডুর জায়গায় দলে নেওয়া হয়েছিল বিজয় শঙ্করকে। নির্বাচকরা জানিয়েছিলেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সবেতেই পারদর্শী শঙ্কর। কিন্তু চোটের জন্য তিনি বেশি ম্যাচ খেলতে পারেননি। 


এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা জানিয়েছিলেন, ‘‌অধিনায়ক বিরাট কাউকে পছন্দ না করলে তাঁকে দলে নেওয়া হত না। ২০১৯ বিশ্বকাপে অম্বাতি রায়ডু তাঁর জ্বলন্ত উদাহরণ। এতে খারাপ লাগাটাই স্বাভাবিক। প্রত্যেকেরই একটা পছন্দ থাকে। এটা আমিও মানি। কিন্তু কোনও ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়।’‌ এরপরই উথাপ্পার সংযোজন, ‘‌রায়ডু বিশ্বকাপ যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। কিন্তু আচমকা জানা যায় ও দলে নেই। এটা ঠিক হয়নি রায়ডুর সঙ্গে।’‌


উথাপ্পার এই কথার পর অবশেষে মুখ খুলেছেন রায়ডু। বলেছেন, ‘‌উথাপ্পা বিরাট কোহলির পছন্দ ও অপছন্দের কথাই শুধু বলেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি বিরাট আমাকে সমর্থন করেছিল। বিরাটের অধিনায়কত্বে দেশের হয়ে অনেক খেলা খেলেছি।’‌ রায়ডুর কথায়, ‘‌বিরাটই সুযোগ করে দিয়েছিল আমায়। আমি যে লড়াই করে উঠে এসেছি এটা বিরাট জানত। আমি শুধু এটুকু বলতে পারি এখানে পছন্দের বিষয় ছিল না। দলের প্রয়োজন বুঝে কাজটা করা হয়েছিল।’‌ 


রায়ডু আরও বলেছেন, ‘‌আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা বিরাট, শাস্ত্রী বা তৎকালীন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের ছিল না। দলের কথা ভেবেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল।’‌