আজকাল ওয়েবডেস্ক: হার। হার। আর হার। একের পর এক হার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে না পারা। এরপর কিউয়িদের বিরুদ্ধে টি২০ সিরিজ ১–৪ ব্যবধানে হার। তারপর আবার ওয়ানডে সিরিজেও হার। তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ২–০ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
পাক ক্রিকেট দলের সমালোচনা চলছিলই। এখন তা আরও তীব্র আকার ধারন করেছে। দেশের প্রাক্তন ক্রিকেটাররা দল নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন। প্রাক্তন উইকেটকিপার ব্যাটার কামরান আকমল আগেই সমালোচনা করেছিলেন। এবার একধাপ এগিয়ে তিনি বলে দিলেন, এই জঘন্য পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির পদত্যাগ করা উচিত।
এটা ঘটনা নকভির জমানায় পাক ক্রিকেটের কোনও সাফল্য নেই। হারতে হারতে দলের মনোবল শেষ। কামরান বলছেন, যদি দলের খেলায় উন্নতিই না হয়, তাহলে নকভির চেয়ার আঁকড়ে বসে থাকার অধিকার নেই। কামরানের কথায়, ‘একেবারে লজ্জাজনক। পাক চেয়ারম্যান যদি মনে করেন তিনি গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে পদত্যাগ করুন। নিজের সুনাম নষ্ট করার কোনও মানে হয় না। আর পদত্যাগ করতে না চাইলে দলের অবস্থা ভাল করতেই হবে।’
নিউজিল্যান্ডের গতিময় উইকেটেও পাক পেসাররা ব্যর্থ। কামরান তীব্র কটাক্ষ করে বলেছেন, ‘পাক বোলাররা যদি এই উইকেটেও ভাল বোলিং করতে না পারে তাহলে কোথায় করবে। এশিয়ায় খেলা হলে অজুহাত দেওয়া হয় এখানকার উইকেটে বোলারদের জন্য কিছুই নয়। কিন্তু যেখানে পেসাররা সুবিধা পাচ্ছে, সেখানেও তো পাক পেসাররা ব্যর্থ। কোথায় বল ফেলতে হবে সেটাই বুঝতে পারছে না পাক বোলাররা। এর অর্থ একটা বড়সড় বদল দরকার।’
দলের ব্যাটিং নিয়েও তোপ দেগেছেন কামরান। বলছেন, ‘বাবর আউট হতেই দলের ব্যাটিং পড়ল ভেঙে। কোচ ছাড়া দলের কাউকে দেখেও মনে হল না যে অনুশোচনা হচ্ছে। সত্যি বলতে নকভি পাক ক্রিকেটকে শেষ করে দিচ্ছে।’
