আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ২৯৫ রানের বিরাট ব্যবধানে জেতার পর যশপ্রীত বুমরাকে নিয়ে জয়জয়কার চলছে। অজিদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তারকা পেসার। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই বাজিমাত করেন বুমরা। পারথ টেস্টে ৭২ রানে ৮ উইকেট তুলে নেন। নাসের হোসেন মনে করেন, বুমরার সাফল্য বড় করে দেখানো হয় না। কারণ ও একজন বোলার বলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় ব্যাটাররা প্রাধান্য পায়। তাঁদের সাফল্য যতটা বড় করে দেখানো হয়, বোলারদের ক্ষেত্রে তেমন হয় না। দাবি, সবসময় হেডলাইনে থাকে ব্যাটাররা।
একটি সাক্ষাৎকারে নাসের হোসেন বলেন, 'ওর ঝুলিতে স্লোয়ার, ইয়র্কার, বাউন্সার সব আছে। ম্যাচের আগে আমি ওর সাংবাদিক সম্মেলন দেখছিলাম। পুরো ফোকাসটাই কোহলি এবং রোহিতের ওপর ছিল। এছাড়াও ভারতীয় দলের ভারসাম্য, স্টিভ স্মিথ রান পাবে কিনা সেই নিয়ে। বুমরাকে নিয়ে কোনও কথাই ওঠেনি। হয়তো ও বোলার বলে। ব্যাটারদের অনেক বেশি হাইলাইট করা হয়।' বুমরার বর্তমান কেরিয়ার গড় ২০.০৬। ১৫০ বা তারও বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর আগে আছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার সিডনি বার্নস। ১৯০১ থেকে ১৯১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলে খেলেন তিনি। তাঁর সংগ্রহ ১৮৯ উইকেট। গড় ১৬.৪৩। এই প্রসঙ্গে নাসের হোসেন বলেন, 'বুমরার পরিসংখ্যান অনবদ্য। প্রায় সিডনি বার্নসের সঙ্গে একই সারিতে। বেশ অনেকদিন ধরে গড় ২০ র নীচে। এককথায় অসাধারণ। সব ফরম্যাটের ক্রিকেটে বিশ্বের একনম্বর বোলার।' পারথ টেস্ট অতীত। এবার অ্যাডিলেডে গোলাপী বলেও বুমরার কামাল দেখার অপেক্ষায় থাকবে ভারতীয় ক্রিকেট।
