আজকাল ওয়েবডেস্ক:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি সরকারিভাবে এখনও প্রকাশ করেনি আইসিসি। সম্ভাব্য সূচি একটা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
হাইব্রিড মডেলে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াবে ১৯ ফেব্রুয়ারি। ক্রীড়াসূচি ঘোষণা না করলেই বা কী! মেগা টুর্নামেন্টের জন্য প্রায় দু'মাস আগেই ইংল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করে দিল।
১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড, সেই দলে জায়গা পাননি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথম বার ৫০ ওভারের দলে সুযোগ পেলেন জো রুট।
২০২৩ সালের ক্রিকেট বিুশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জিতে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। রুট করেছিলেন ২৭৬ রান।
২০২৩ সালের পর একটিও ওয়ানডে খেলেননি জস বাটলার। তিনিই অধিনায়ক।
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়,ভারত সফরেও ইংল্যান্ডের এই দলটিই খেলবে।
ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
