আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরজের নাম এখন থেকে মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের নামে। নাম দেওয়া হল 'ক্রো-থর্প' ট্রফি। এই ট্রফিটি দেখলেই মনে হবে একসঙ্গে রয়েছে দু'টি ব্যাট। এই দু'টি ব্যাট আসলে মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের স্মৃতি বহন করছে।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে দুই দেশের লড়াই। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার প্রথম টেস্টের বল গড়াচ্ছে। টেস্ট শুরুর আগে ট্রফি উন্মোচন করা হবে।
নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রো। ১৯৯২ সালের বিশ্বকাপে মার্টিন ক্রো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। গ্রাহাম থর্প ১৯৯৩ সাল থেকে ২০০৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১০০টি টেস্ট। ইংল্যান্ডের ব্যাটিং ভরসা ছিলেন।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটারের চলে যাওয়ায় শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। তাঁদের স্মৃতিতেই এবার নতুন ট্রফি উন্মোচিত হবে। ক্রো-থর্প ট্রফি তৈরি জন্য ব্যাট দুটি উপহার দিয়েছে দুই প্রাক্তন ক্রিকেটারের পরিবার। মার্টিন ক্রো এই ব্যাট দিয়ে ১৯৯৪ সালের লর্ডস টেস্টে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন। থর্প আবার ১৯৯৭ সালে নিউ জিল্যান্ড সফরে টানা দুটি টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
