আজকাল ওয়েবডেস্ক: সুপার সিক্সের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে লাল হলুদ ব্রিগেড ৩–১ হারাল কালীঘাট মিলন সঙ্ঘকে। এই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করল বিনো জর্জের ছেলেরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ। সেই কারণেই সিনিয়র দলের একঝাঁক খেলোয়াড়কে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল লাল হলুদ বাহিনী। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রায় ২৫ মিনিট পর্যন্ত। এই সময় একটা সংঘবদ্ধ আক্রমণে গোল তুলে নেন ডেভিড লালহানসাঙ্গা। ৩২ মিনিটে সুযোগ এসে গিয়েছিল কালীঘাটের সামনেও। বিদ্যানন্দ সিং ঠিকমতো শট নিতে ব্যর্থ হন। এর ঠিক পরের মিনিটেই আমন সিংয়ের ক্রস পিভি বিষ্ণুর কাছে পৌঁছনোর আগে তালুবন্দি করেন কালীঘাটের গোলকিপার। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ইস্টবেঙ্গল প্রথমার্ধে এগিয়ে ছিল ১–০ গোলে।
আরও পড়ুন: এশিয়া কাপে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই, জানলে চমকে যাবেন...
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের কালীঘাট রক্ষণভাগে বারবার আক্রমণ শানাতে থাকে লাল হলুদ। ৫৩ মিনিটে গুইতে পেকার গোলে ২–০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে পেনাল্টি পায় কালীঘাট। পরিবর্ত হিসাবে নামা দেবদত্ত ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দিতে কোনও ভুল করেননি। ৭৩ মিনিটে শ্যামল বেসরার সেন্টার থেকে সহজ মিস করেন সায়ন ব্যানার্জি।
৮০ মিনিটে পরীক্ষার মুখে পড়ে গিয়েছিলেন লাল হলুদ গোলকিপার দেবজিৎ মজুমদার। ৮৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে পরপর সুযোগ পায় কালীঘাট। দু’টি ক্ষেত্রেই ভাল জায়গায় ছিলেন দেবদত্ত। তবে, এক্ষেত্রে প্রশংসা করতে হয় প্রভাত লাকরার। দু’টি ক্ষেত্রেই পরিত্রাতার ভূমিকায় দেখা যায় তাঁকে। ৮৭ মিনিটে শ্যামল বেসরার দূরপাল্লার শটে ৩–১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আর খেলায় ফিরতে পারেনি কালীঘাট। জিতে তিন পয়েন্ট নিশ্চিত করে বিনো জর্জের ছেলেরা।
আরও পড়ুন: ‘স্ল্যাপগেট’ বিতর্কের অপ্রকাশিত ভিডিও ১৮ বছর পর প্রকাশ্যে আনলেন ললিত মোদি, তারপর যা হল...
লাল হলুদের সুপার সিক্সের রাস্তা পরিস্কার হলেও চিরপ্রতিপক্ষ সবুজ মেরুনের কিন্তু সুপার সিক্সে যাওয়া বেশ মুশকিল। কাস্টমসের কাছে শেষ ম্যাচে তারা হেরেছে। তার আগের ম্যাচে অবশ্য বিএসএসকে ৫–২ গোলে হারিয়ে সুপার সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছিল মোহনবাগান। গত বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিলেন ডেগি কার্ডোজার ছেলেরা। কিন্তু ম্যাচটা শেষপর্যন্ত ০–১ গোলে হেরে সুপার সিক্সের রাস্তা আরও কঠিন করে তোলে মোহনবাগান।
তবে এবার কলকাতা লিগে চমকে দিয়েছে নবাগত দল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। গ্রুপে তারা শীর্ষে রয়েছে। কোচ ইয়াল ল’র কোচিংয়ে দুর্দান্ত খেলছে ইউকেএসসি। যা পরিস্থিতি সুপার সিক্সে প্রায় চলেই গিয়েছে ইউকেএসসি। বাকি রয়েছে আরও একটি ম্যাচ। সেটি হবে আগামী ৩ সেপ্টেম্বর।
আরও পড়ুন: বিনির মেয়াদ শেষ, ভারতীয় ক্রিকেট বোর্ড পেল নতুন সভাপতি
