আজকাল ওয়েবডেস্ক: আবার ভারতে ফিরতে চান রোল্যান্ট ওলটম্যান্স। তবে পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে নয়। কোনও স্বল্প মেয়াদী চুক্তিতে আবার এই দেশের ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে চান। কিংবদন্তি হকি কোচ একসময় ভারতীয় দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর ছিলেন। ৭১ বছরের ওলটম্যান্স প্রথমে ভারতীয় দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর ছিলেন। তারপর তাঁকে হেড কোচ করা হয়। একটানা খারাপ রেজাল্টের ফলে ২০১৭ সালে তাঁকে কোচের পদ থেকে সরানো হয়। বিশেষ করে লন্ডনে হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালসে ষষ্ঠ স্থানে শেষ করার পর তাঁকে ছাঁটাই করা হয়। তখন তিনি বলেছিলেন, ভারতে কাজ করা সহজ নয়। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে।
বর্তমানে ছেলেদের এশিয়া কাপে চীনের সঙ্গে ফের ভারতে এসেছে ওলটম্যান্স। জানিয়ে দিলেন, আবার ভারতে ফিরতে চান। তবে ফুল টাইম কোচ হিসেবে নয়। পরামর্শদাতা হিসেবে স্বল্প মেয়াদী চুক্তিতে কোনও জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চান। ওলটম্যান্স বলেন, 'ফুল টাইম চাকরিতে লম্বা ট্যুরে যেতে হবে। ছোট চুক্তিতে সেটা নেই। আমি এই মুহূর্তে দীর্ঘমেয়াদি চুক্তি চাই না।' আবার কি ভারতের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে? প্রসঙ্গ সম্পূর্ণ উড়িয়ে দেননি। ওলটম্যান্স বলেন, 'কেউ সেটা জানে না।' ২০১৩ সালে ভারতে আসেন। গ্রাসরুট পর্যায় হকির প্রসারে সাহায্য করেন। ২০১৫ সালে তাঁকে কোচ করা হয়। ২০১৭ পর্যন্ত ভারতের কোচ ছিলেন। তারপর তাঁকে সরিয়ে দেওয়া হয়।
ভারত ছাড়াও মালয়েশিয়া এবং পাকিস্তানে কাজ করেন তিনি। বর্তমানে চীন দলের সহকারী কোচ। দেশওয়ালি ভাই মাইকেল ভ্যান ডেন হিউভেলের অনুরোধে দায়িত্ব নিতে রাজি হন। তবে তিনি জানান, শুধুমাত্র তাঁর অনুরোধে এসেছেন। দলের কোচ একজনই। বর্তমানে আধুনিক হকিতে ব়্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই। তবে ২০৩২ অলিম্পিকে চীনকে দেখতে চান। এশিয়া কাপে ভারতকে ফেভারিট বাছলেন প্রাক্তন কোচ। ওলটম্যান্স বলেন, 'এশিয়ায় ভারত সেরা দল। এই নিয়ে কোনও সন্দেহ নেই। এটা ছাড়া আমি ভারত নিয়ে কিছু বলতে চাই না।' গতবছর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক প্রাক্কালে পাকিস্তানের হেড কোচের পদ থেকে ইস্তফা দেন বর্ষীয়ান কোচ। স্বল্প মেয়াদী চুক্তিতে সই করতে রাজি ছিলেন না। পাকিস্তানের কোচ হিসেবে অভিজ্ঞতা সুখকর হয়নি। তাই আর পাকিস্তানে কাজ করতে চান না।
