আজকাল ওয়েবডেস্ক: সদ্য ইংল্যান্ডে জীবনের সেরা পারফরম্যান্স করেছেন মহম্মদ সিরাজ। উজাড় করে দেন নিজেকে। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে জ্বলে উঠেছেন হায়দরাবাদি পেসার। তাঁর দাক্ষিণ্যে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করেছে ভারত। তবে এবার সিরাজের ওয়ার্কলোড নিয়ে সতর্কবার্তা প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংয়ের। বুমরাকে নিয়ে বাড়তি সতর্কতা দেখাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি মনে করেন, একই যত্ন প্রাপ্য সিরাজেরও। তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতে এদিকে নজর দেওয়ায় অনুরোধ জানান প্রাক্তন ভারতীয় পেসার।
অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ শেষ হতেই সিরাজকে নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় পেসার। আরপি সিং বলেন, 'ফাস্ট বোলারদের ঝুঁকির সম্ভাবনা বেশি। অল্প সময়ের মধ্যে একাধিক ম্যাচ খেললে চোটের সম্ভাবনা বেড়ে যায়। বুমরার ওয়ার্কলোড যেভাবে ম্যানেজ করা হচ্ছে, সিরাজের ক্ষেত্রেও তেমনই হওয়া উচিত।' পাঁচ টেস্টে ১৮৫.৩ ওভার বল করেন সিরাজ। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। ২৩ উইকেট তাঁর ঝুলিতে। যার মধ্যে রয়েছে ওভালে নির্ণায়ক টেস্টে পাঁচ উইকেট। আরপি সিং বলেন, 'ও একমাত্র ভারতীয় বোলার যে পাঁচটা টেস্টই খেলেছে। সব ম্যাচেই নিজের সেরাটা দিয়েছে। এটাই ওর ফিটনেস এবং মানসিক শক্তির পরিচয় দিচ্ছে। চেষ্টার কোনও ত্রুটি ছিল না।'
বুমরাকে বাড়তি গুরুত্ব দেয় ভারতীয় টিম।ম্যানেজমেন্ট। ভারতের প্রাক্তন পেসারের দাবি, একই জায়গায় পৌঁছে গিয়েছেন সিরাজ। আরপি বলেন, 'সিরাজ প্রায় বুমরার জায়গায় পৌঁছে গিয়েছে। ওকে চোট থেকে বাঁচাতে, ওর ওয়ার্কলোডের ওপর ফোকাস করা উচিত। ব্যাটারদের যেমন পার্টনারশিপ হয়, বোলারদেরও তাই। বুমরা এবং সিরাজ একে অপরের পরিপূরক। বুমরা না থাকলে সমস্ত দায়ভার সিরাজ নিজের কাঁধে নিয়ে নেয়। স্বাভাবিকভাবেই ও দলের বোলিংকে লিড করে।' শুভমন গিলের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রথম সিরিজেই অনবদ্য নেতৃত্বের পাশাপাশি ৭৫৪ রান করেন তরুণ অধিনায়ক। তিনি মনে করেন, ব্যাটে রান পাওয়ার নেতৃত্বের ক্ষেত্রেও আত্মবিশ্বাস বেড়েছে গিলের। কুলদীপ যাদব এবং অর্শদীপ সিংয়ের সুযোগ না পাওয়া নিয়ে আরপি বলেন, 'দলে অলরাউন্ডার রেখে ব্যাটিং শক্তি বাড়াতে চেয়েছিল টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব কার্যকরী হতে পারত। তবে এটা হতেই পারে। আরও সুযোগ আসবে।' চলতি সিরিজে চোট নিয়ে ব্যাট করেন ঋষভ পন্থ এবং ক্রিস ওকস। তাঁদের সাহসের এবং আত্মত্যাগের সাবাশি দেন প্রাক্তন তারকা। আরপি বলেন, 'একজন নিরপেক্ষ ডাক্তার থাকা উচিত, যে চোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যারা সত্যিই আনফিট, তাঁদের পরিবর্ত প্লেয়ার নেওয়ার সুযোগ দেওয়া উচিত।' বর্তমানে বুমরার অনুপস্থিতিতে, দেশের একনম্বর বোলার সিরাজ। কিন্তু তাঁর প্রতি যত্নশীল না হলে, শীঘ্রই সমস্যায় পড়তে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এমনই সতর্কবার্তা জারি করলেন ভারতের প্রাক্তনী।
