আজকাল ওয়েবডেস্ক: মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি। মূত্রনালীর সংক্রমণেরও চিকিৎসা চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তাঁকে নাকি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বুধবার বড়দিন। এগিয়ে আসছে নতুন বছর। উৎসবের আবহ। 

এই পরিস্থিতিতে হাসপাতালের বেডে শুয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির পরামর্শ, ''আমি বলব জীবনটাকে উপভোগ কর। মদ খেয়ে মাতলামি করতে যেও না। মা -বাবার খারাপ লাগবে।'' 

?ref_src=twsrc%5Etfw">December 24, 2024

 

জীবনের কঠিন সময়ে বোধোদয় হয়েছে কাম্বলির। সেই কারণেই তাঁর এহেন পরামর্শ। দুর্দান্ত সম্ভাবনাময় ছিলেন। দ্রুত সাফল্য তাঁর মাথা ঘুরিয়ে দেয়। বেহিসেবি করে তোলে তাঁকে। ক্রমে জাতীয় দল থেকে ছিটকে যেতে হয় বঁ হাতি কাম্বলিকে। ব্যাকফুটে গিয়ে তাঁর পুল, ড্রাইভ ছিল দেখার মতো। এহেন কাম্বলি শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করা হয় থানের একটি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

?ref_src=twsrc%5Etfw">December 24, 2024

বিনোদ কাম্বলিকে বলতে শোনা গিয়েছে, ''আমি এখন আগের থেকে ভাল আছি। ক্রিকেট কখনও ছাড়ব না আমি। কারণ কতগুলো ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি আমি করেছি তা আমার মনে আছে। আমার বাড়িতে তিনজন বাঁ হাতি রয়েছে। শচীন তেণ্ডুলকরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওর শুভেচ্ছা সব সময়ে আমার সঙ্গে রয়েছে।''

চিকিৎসকদের জন্য়ই তিনি এখন জীবিত রয়েছেন বলে জানিয়েছেন কাম্বলি। চিকিৎসকদের কথা শুনে চলবেন বলেও জানিয়েছেন তিনি।   দ্রুত সুস্থ হয়ে উঠুন বিনোদ কাম্বলি, এমনটাই প্রার্থনা গোটা দেশের।