আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ভুবনজয়ী অধিনায়কের প্রেমিকা প্রিয়াঙ্কা ঝা-র চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি দিশা পাটানি। 

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সেই দিশা পাটানিই ইডেন মাতাবেন। আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবরই দেওয়া হয়েছে। 

আইপিএল সাবালক হল। ১৮ নম্বর আইপিএল হতে চলেছে। আর সেই কারণেই দুর্দান্ত এক উদ্বোধনী অনুষ্ঠান হবে ইডেনে। আগে কখনও এরকম উদ্বোধনী অনুষ্ঠান হয়নি আইপিএলে, এমন প্রতিশ্রুতির কথা লেখা হয়েছে আইপিএলের সোশ্যাল সাইটে। দিশা পাটানির থেকে আর কেইবা এমন দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরতে পারবেন? 

দিশা পাটানির সঙ্গে গায়ক করণ আউজলা এবং শ্রেয়া ঘোষালও পারফর্ম করবেন ইডেনে বলে শোনা যাচ্ছে। 

 

?ref_src=twsrc%5Etfw">March 19, 2025

শনিবার ইডেনে তারকাদের মেলা থাকবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কলকাতা ফের তিলোত্তমা হবে। প্রথম দিনই রক্তের গতি বা়ড়িয়ে দেওয়া ম্যাচ। কেকেআর বনাম আরসিবি। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ''প্রথম দিনই মার্কি ম্যাচ। টিকিটের চাহিদা অত্যন্ত বেশি। অনেক দিন পরে ইডেন গার্ডেন্স উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে।'' 

একদিকে দিশা পাটানির ঝলমলে উপস্থিতি এবং পারফরম্যান্স, অন্য দিকে কেকেআর ও আরসিবির লড়াই,  ইডেন গার্ডেন্স তৈরি দুর্দান্ত এক মুহূর্তের জন্য।