আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে নিজের ফেভারিট দল বেছে নিলেন দীলিপ বেঙ্গসরকর। তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্ট হয়। ফাইনালে উঠেছিল ভারত। এবার বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু টিম ইন্ডিয়ার। ভাল রেজাল্ট আশা করছেন নির্বাচক কমিটির প্রাক্তন প্রধান। বেঙ্গসরকর বলেন, 'ভারত ফেভারিট। আমার আশা, ওরা ভাল খেলবে।'
দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি ভারত। বিশ্বকাপে অনেকটা এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। এবার পাল্লাভারী কার? কোনও ভবিষ্যদ্বাণী করতে চাননি প্রাক্তন ক্রিকেটার। তবে ভারতের জয়ের বিষয়ে আশাবাদী। বেঙ্গসরকর বলেন, 'আমি ভবিষ্যদ্বাণী করতে পারব না। তবে আমার মনে হয় ভাল ম্যাচ হবে। আশা করছি ভারত জিতবে।' ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের সব ম্যাচ দুবাইয়ে হবে। দীর্ঘ আলোচনা, টালবাহানার পর হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রসঙ্গে বেঙ্গসরকর বলেন, 'এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করে। ওরা যা নির্দেশ দেবে, তাই করতে হবে। ওরা খেলতে বললে, খেলবে। না খেলতে বললে, খেলবে না।' বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ফিরবে কি ২০১৩ সালের স্মৃতি?
