আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে বিধ্বস্ত হল ভারত। আর এই ম্যাচ হেরে যাওয়ায় কমে গেল ভারতের পয়েন্ট শতাংশের হার। 

২০২৩-২৫ মরশুমে ভারত এ নিয়ে তিনটি ম্যাচে হার মানল। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ৮ টি ম্যাচ জিতেছে ভারত। হার মেনেছে তিনটিতে। ড্র হয়েছে একটি ম্যাচ। ফলে ভারতের পয়েন্ট এখন ৯৮। ভারত সর্বোচ্চ পয়েন্টের ৬৮.০৬ শতাংশ পেয়েছে। যদি কিউয়িদের বিরুদ্ধে নামার আগে ভারতের পয়েন্ট শতাংশ ছিল ৭৪.২৪। 

ভারত অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একনম্বরেই রয়েছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কা তৃতীয় স্থানে। নিউজিল্যান্ড এখন চার নম্বরে। বর্ডার-গাভাসকর ট্রফিতে নামার আগে কিউয়িদের বিরুদ্ধে আরও দুটি টেস্ট ম্যাচ রয়েছে রোহিতের দলের। ফলে ওই দুটি টেস্টের গুরুত্ব বেড়ে গেল ভারতের কাছে। চিন্নস্বামীতে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই চোখরাঙানি সত্ত্বেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। সেই সাহসী সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে। 

বাংলাদেশকে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুরমুশ করার পরে ভারতীয় দল মেঘের উপর দিয়ে হাঁটছিল। কিউয়িদের কাছে হার মানার ফলে ভারতীয় দল বাস্তবের রুখা সুখা জমিতে আছড়ে পড়ল। বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আর কিউয়িদের বিরুদ্ধে বাকি দুটি টেস্ট ম্যাচ। সাতটি টেস্ট ম্যাচের মধ্যে রোহিত ব্রিগেডকে জিততে হবে পাঁচটা টেস্ট।