আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ নিযুক্ত হলেন ড্যারেন সামি। তিন ফরম্যাটেই কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন অধিনায়ককে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকম্বে। সোমবার সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। ২০২৩ সাল থেকে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ সামি। ১ এপ্রিল ২০২৫ থেকে লাল বলের ক্রিকেটেও কোচের দায়িত্ব নেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের কোচ ছিলেন আন্দ্রে কোলে। তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামি বলেন, 'যেকোনও পদে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সম্মানের।' নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি দু'বারের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। সামির নেতৃত্বে ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। তিনিই একমাত্র অধিনায়ক যে দু'বার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জিতেছে। ২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এবার আরও একটা নতুন চ্যালেঞ্জ সামির।
