আজকাল ওয়েবডেস্ক: দাবার মঞ্চে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের ১৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। চিনের বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালের চূড়ান্ত ১৪তম গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিলেন তিনি। এই জয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। এর আগে এই তালিকায় নাম ছিল একমাত্র কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের। ফাইনালে ১৩টি টানটান গেমের পর দুই প্রতিযোগীরই পয়েন্ট ছিল ৬.৫। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুজনেরই এক পয়েন্টের প্রয়োজন ছিল।

 

 

চূড়ান্ত গেমে ডিং লিরেন প্রথমে হোয়াইট পিস নিয়ে খেলা শুরু করেন। আক্রমণাত্মক মনোভাব নিয়েই চিনের প্রতিযোগী। কিন্তু গুকেশও পিছিয়ে না থেকে আক্রমণাত্মক খেলায় মনোযোগ দেন। দুজনের খেলাতেই নতুন কিছু টেকনিক দেখা যায়। মাস্টার্স ডাটাবেসে কোনও খেলোয়াড় ফাইনালে এই টেকনিকে খেলেছেন এমন কোনও গেমের রেকর্ড পাওয়া যায়নি। দুই প্রতিদ্বন্দ্বীই একে অপরকে প্রবল চাপের মুখে ফেলে দেন। ডিং বেশ কিছু ফাঁদ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু গুকেশ শান্ত থেকে নিজের স্নায়ু ধরে রাখেন। ফলে, কার্যত কাজে লাগেনি ডিংয়ের কৌশল।

 

 

গেমের কুড়িতম চালে ডিং প্রথমবারের মতো ড্রয়ের প্রস্তাব করেন।  কিন্তু গুকেশ সেই প্রস্তাবে সাড়া না দিয়ে লড়াইকে দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেন। তাঁর তরফে মূল চমক আসে এন্ডগেমে। ৩০টি চালের পরে উভয় খেলোয়াড়ই এন্ডগেমে মনোযোগ দেন। খেলার গতি ক্রমশ বাড়তে থাকে। গুকেশ নিজের স্ট্র্যাটেজি বজায় রেখে পরাস্ত করেন ডিং লিরেনকে। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ডি গুকেশ বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলেন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১৮তম গ্র্যান্ডমাস্টার এবং দ্বিতীয় ভারতীয় চ্যাম্পিয়ন।