আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমও ড্র। পয়েন্ট ভাগাভাগি হল ডি গুকেশ এবং ডিং লিরেনের মধ্যে। ভারতীয় চ্যালেঞ্জারের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়েও সুবিধা করতে পারলেন না বিশ্বজয়ী দাবাড়ু। দু'জনের মধ্যে মোট ছটি গেম ড্র হয়। অষ্টম গেমের পর দু'জনের পয়েন্ট ৪। চার ঘণ্টার বেশি সময় এই গেম চলে। শেষমেষ ৫১ চালের পর খেলা ড্র হয়। ভারতীয় প্রতিপক্ষের বিরুদ্ধে চাল দিতে অত্যাধিক সময় নেন লিরেন। সাদা ঘুঁটির ফায়দা তুলে আগ্রাসী মনোভাবে শুরু করেন চীনের গ্র্যান্ডমাস্টার। কিন্তু বেশিক্ষণ আক্রমনাত্মক চাল চালতে পারেননি। গুকেশের কৌশলে মাঝে কিছুটা রক্ষণাতক হয়ে পড়েন।
ভারতীয় গ্র্যান্ডমাস্টারের ৪০তম চালের পর প্রতিপক্ষের সময় কমে যায়। এই জায়গায় তাঁকে চেপে ধরতে পারতেন গুকেশ। কিন্তু বাজিমাত করতে পারেননি। ৪৫ চালের পর ড্রয়ের প্রস্তাব দেন লিরেন। কিন্তু গ্রহণ করেননি ভারতীয় দাবাড়ু। তবে শেষপর্যন্ত খেলা অমীমাংসিত থাকে। ম্যাচ শেষে গুকেশ বলেন, 'বোর্ডের পরিস্থিতি খারাপ থাকলে আগেই ড্রয়ের প্রস্তাবে রাজি হয়ে যেতাম। কিন্তু মনে হয়েছিল, সুযোগ আছে। তাই খেলা চালিয়ে যাই। কিন্তু শেষদিকে আমিও কিছু ভুল করি।' বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও ছয় গেম বাকি আছে। মোট ১৪ গেমের পর দু'জনের পয়েন্ট সমান হলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে।
