আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া-ভারত হোয়াইট-বল সিরিজকে ঘিরে প্রবল উন্মাদনা দেখা দিয়েছে। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতীয় সমর্থকদের জন্য বিশেষভাবে নির্ধারিত ফ্যান জোনের টিকিট ম্যাচ শুরুর প্রায় ৫০ দিন আগেই বিক্রি শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, সিডনি ও ক্যানবেরার ম্যাচগুলির সাধারণ টিকিটও পুরোপুরি বুকড। ফলে বাকি ম্যাচগুলির আসনও দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে সতর্ক করছে আয়োজকরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস অ্যান্ড অপারেশনের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, ‘আমরা ভারতীয় ফ্যান জোনগুলির বিপুল সাড়া পেয়ে রোমাঞ্চিত।

এই সিরিজকে ঘিরে ভক্তদের আবেগ এবং আগ্রহ স্পষ্ট। মাঠে দুটি হেভিওয়েট ক্রিকেট খেলিয়ে দেশের দ্বন্দ্বের পাশাপাশি গ্যালারিতেও রঙিন পরিবেশ তৈরি হবে।’ ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। এরপর ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর সিডনির এসসিজিতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই। বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মাকে ৫০ ওভারের ফরম্যাটে দলে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ওডিআই সিরিজের পর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৩১ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ২ নভেম্বর হোবার্টের বেলারিভ ওভাল, ৬ নভেম্বর গোল্ড কোস্ট স্টেডিয়াম এবং ৮ নভেম্বর ব্রিসবেনের গাব্বায় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার আটটি রাজ্য ও অঞ্চলে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হচ্ছে। ক্যানবেরা ও হোবার্ট প্রথমবার ভারতের আতিথ্য দেবে। এর আগে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা, তবে টি-টোয়েন্টিতে সমতা ফেরায় ভারত।

অস্ট্রেলিয়ায় ভারতের সফরের পূর্ণ সূচি (২০২৫-২৬):


প্রথম ওডিআই – ১৯ অক্টোবর (পারথ স্টেডিয়াম)
দ্বিতীয়ওডিআই – ২৩ অক্টোবর (অ্যাডিলেড ওভাল)
তৃতীয় ওডিআই – ২৫ অক্টোবর (এসসিজি)


প্রথম টি-টোয়েন্টি – ২৯ অক্টোবর (মানুকা ওভাল, ক্যানবেরা)
দ্বিতীয় টি-টোয়েন্টি – ৩১ অক্টোবর (এমসিজি)
তৃতীয় টি-টোয়েন্টি – ২ নভেম্বর (বেলারিভ ওভাল, হোবার্ট)
চতুর্থ টি-টোয়েন্টি – ৬ নভেম্বর (গোল্ড কোস্ট স্টেডিয়াম)
পঞ্চম টি-টোয়েন্টি – ৮ নভেম্বর (দ্য গাব্বা, ব্রিসবেন)

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের লক্ষ্য বর্তমানে এশিয়া কাপ। জানা গিয়েছে,সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের ভারতীয় দল আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে মিলিত হবে এশিয়া কাপের প্রস্তুতির জন্য। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটাররা তাদের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাই পৌঁছবেন বলে জানা গিয়েছে। দলের সকলে একসঙ্গে মুম্বই হয়ে রওনা দিচ্ছেন না। জানা গিয়েছে, লজিস্টিকসের সুবিধা এবং খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘সব ক্রিকেটার ৪ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে দুবাই পৌঁছে যাবে এবং প্রথম নেট সেশন হবে ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে। লজিস্টিকসের সুবিধার কারণে খেলোয়াড়রা তাদের নিজ শহর থেকে সরাসরি দুবাই ফ্লাইটে আসবেন’। 

ওই কর্মকর্তা জানান, ‘কেউ কেউ মুম্বই থেকে আসবেন, কিন্তু বাকি খেলোয়াড়দের মুম্বই আসার পরে দুবাই যাওয়া অযৌক্তিক। তাছাড়া, দুবাইয়ের ফ্লাইট অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় সংক্ষিপ্ত’। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে ওমান (১৯ সেপ্টেম্বর)। এরপর সুপার ফোর পর্যায় শুরু হবে। এশিয়া কাপের জন্য স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে, অর্শদীপ সিং ও হর্ষিত রানা নর্থ জোনের হয়ে দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলে যাচ্ছেন, আর কুলদীপ যাদব সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবেন। তবে স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণা বা ওয়াশিংটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।