আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুবাইতে নিজের কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে নামছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। জানা গিয়েছে, বিরাটের কেরিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্ত্রী অনুষ্কা শর্মা এবং দাদা বিকাশ কোহলি উপস্থিত থাকতে পারেন দুবাইতে। ভারতের হয়ে ৩০০ ওডিআই খেলার কীর্তি অর্জন করা সপ্তম ক্রিকেটার হতে চলেছেন বিরাট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার সিরিজে খারাপ পারফরম্যান্সের পর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কিছুটা ছন্দে ফিরলেও সমালোচকদের পুরোপুরি চুপ করাতে পারেননি তিনি। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও ব্যর্থ হন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২২(৩৮) রানের ইনিংসে ছন্দে দেখাচ্ছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে দুর্দান্ত শতরান করে সমালোচকদের চুপ করিয়ে দেন তিনি। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সময় মনে করিয়ে দেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের সেই স্মরণীয় ইনিংসের কথা।
৫১তম ওডিআই সেঞ্চুরি করে দ্রুততম ১৪,০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি। এখনও পর্যন্ত ২৯৯ ওডিআই ম্যাচে ১৪,০৮৫ রান করেছেন বিরাট। ব্যাটিং গড় ৫৮.২০ এবং স্ট্রাইক রেট ৯৩.৪১। ৫১টি শতরান ও ৭৩টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে, সর্বোচ্চ স্কোর ১৯৩। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বিরাটের কেরিয়ারে এক ঐতিহাসিক দিন। এই ম্যাচে স্ত্রী অনুষ্কা ও দাদা বিকাশের উপস্থিতিতে আর কী রেকর্ড গড়েন বিরাট সকলের নজর সেদিকেই।
