আজকাল ওয়েবডেস্ক: নেইমারকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলারকে ২০২৬ বিশ্বকাপের কথা ভেবে সঠিক প্রস্তুতির পরামর্শ দিলেন তিনি। আনচেলোত্তির কথায়, ‘নেইমারকে ভাল করে প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় ওঁর হাতে রয়েছে।’ এরপরই তাঁর সংযোজন, ‘বিশ্বকাপের জন্য নেইমার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার।’
 
 প্রসঙ্গত, ৩৩ বছরের নেইমার চোটের জন্য সেরা ছন্দটাই হারিয়ে ফেলেছেন। এখন অবশ্য চোট সেরেছে। স্যান্টোসের সঙ্গে আরও ছয় মাস চুক্তি বাড়িয়েছেন। 
 
 চলতি বছরের জানুয়ারিতে স্যান্টোসে আসার পর এখনও অবধি ১২ ম্যাচ খেলেছেন নেইমার। গোল তিনটি। জুনেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর অবধি বাড়ানো হয়েছে। বিশ্বকাপের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। 
 
 দেশের জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোল রয়েছে নেইমারের। কিন্তু আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর এখনও জাতীয় দলে ঢুকতে পারেননি। সেটা অবশ্য ফর্ম নয়, চোটের জন্য। যদিও তাতে ব্রাজিলের বিশ্বকাপ যোগ্যতাঅর্জন করতে সমস্যা হয়নি। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলেছে ব্রাজিল।
 
 কিন্তু বিশ্বকাপে নেইমারকে যে দরকার তা জানিয়ে দিলেন ব্রাজিল কোচ। 
