আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের কারণে বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল ও বেহালা এসএস-এর মধ্যে কলকাতা লিগের ম্যাচ। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য শেষ পর্যন্ত মাঠে বল গড়াল না মঙ্গলবার। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই আইএফএ-র তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। পরে অন্য একদিন এই ম্যাচ আয়োজন করা হবে।
প্রসঙ্গত, সোমবারই রেলওয়ে এফসির তরুণ ফুটবলার তারক হেমব্রমের চোট পাওয়ার ঘটনায় কলকাতা লিগের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় ফের কাঠগড়ায় আইএফএ। এবার টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। কখনও লিগের ব্যবস্থা, কখনও মাঠের করুণ অবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। আর এবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ফের সংবাদ শিরোনামে আইএফএ। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে সাত গোলে বিধ্বস্ত করলেও দ্বিতীয় ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ১-১ গোলে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল।
এদিন জয়ের রাস্তায় ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা ছিল বিনো জর্জের লাল-হলুদ ব্রিগেডের। দলে সায়ন ব্যানার্জি, জেসিন টিকে ও মনোতোষ মাঝির মতো শক্তিশালী ফুটবলার রয়েছে। ড্র ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে এদিন ফের জয়ের রাস্তায় ফেরানোর চেষ্টায় ছিলেন কোচ। কোচের কথায়, ‘গত ম্যাচে যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি’। অন্যদিকে, কলকাতা লিগে বেহালা এসএস একটি ম্যাচ জিতেছে, একটি হেরেছে। কলকাতা লিগের শুরু থেকেই আবহাওয়া ও মাঠ ব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। খেলোয়াড়দের চোট, ম্যাচ বাতিল—সব মিলিয়ে একাধিক বিতর্কের মধ্যেই এগোচ্ছে আইএফএ জানিয়েছে, শীঘ্রই এই ম্যাচ আয়োজন করা হবে।
