আজকাল ওয়েবডেস্ক: একনম্বর স্থান ধরে রাখলেন রবীন্দ্র জাদেজা। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় মগডালে ভারতীয় অলরাউন্ডার। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ব়্যাঙ্কিংয়ে এগিয়ে এলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে একধাপ ওপরে উঠে দু'নম্বরে চলে এলেন তিনি। ১০০ রেটিং পয়েন্ট নিয়ে একেই রয়েছে জাড্ডু। দুই টেস্টে মিরাজ ১১৬ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়েছে। যার ফলে ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়। 

বাংলাদেশের একাধিক প্লেয়ার টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগিয়েছে। অলরাউন্ডারদের তালিকার পাশাপাশি টেস্ট বোলারদের ক্রমতালিকায় এগোন মিরাজ। বোলারদের তালিকায় দু'ধাপ ওপরে উঠে ২৪ নম্বরে চলে এলেন। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয় বাংলাদেশের তাইজুল ইসলাম এবং নাঈম হাসানেরও। টেস্ট ব্যাটারদের মধ্যে একনম্বর স্থান ধরে রাখলেন জো রুট। বোলারদের মধ্যে একনম্বরে যশপ্রীত বুমরা। দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন ভারতীয় পেসার। বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে ভারত হারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন বুমরা। তাঁকে চ্যালেঞ্জ জানানোর মতো বর্তমানে কেউ নেই।