আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আগে অফিশিয়াল অ্যান্থেম প্রকাশ করল আইসিসি। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া গানটির নাম রাখা হয়েছে ‘ব্রিং ইট হোম’। ভারতের মাটিতে শুরু হতে চলা বহু প্রতীক্ষিত টুর্নামেন্টের আগে এই অ্যান্থেম ঘিরেই ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সুরেলা কণ্ঠে গানটিকে প্রাণ দিয়েছেন ভারতের অন্যতম তারকা সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্টুডিয়োতে ঢুকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ ও উচ্ছ্বাসে গানটি গেয়ে উঠছেন শ্রেয়া। আইসিসি তাদের সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে লিখেছে, ‘Sing it with us. Tarikita Tarikita dhoom dhak dhak!’।
শ্রেয়ার জাদুকরী কণ্ঠ আর প্রাণবন্ত সুরে তৈরি এই অ্যান্থেম বিশ্বকাপের উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন সমর্থকরা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফর্ম করার কথা রয়েছে শ্রেয়া ঘোষালের। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। দীর্ঘ ১২ বছর পর আবার ভারতে ফিরছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনের দিনই মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের ভারত ও চামারি আথাপাত্থুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ভারতীয় মহিলা দল আন্তর্জাতিক ক্রিকেটে এক শক্তিশালী দল হলেও এখনও অবধি কোনও সিনিয়র আইসিসি বিশ্বকাপ খেতাব জেতেনি।
Sing it with us ????
— ICC Cricket World Cup (@cricketworldcup)
Tarikita Tarikita dhom… dhak dhak! ????
The #CWC25 event song ft. @shreyaghoshal is OUT NOW ???? pic.twitter.com/x2HtNsmIU3Tweet by @cricketworldcup
২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরে হতাশ হতে হয়েছিল তাঁদের। তবে ২০২৫ বিশ্বকাপে আশাবাদী ভারত। বর্তমানে তারা আইসিসি মহিলাদের ওয়ানডে র্যা ঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ১২৬ রেটিং নিয়ে, কেবল অস্ট্রেলিয়ার পিছনে। ভাইস–ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা দারুণ ফর্মে আছেন, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন নিজের ১২তম ওয়ানডে শতরান। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন হরমনপ্রীত কৌর, যিনি দলকে প্রথম আইসিসি শিরোপা এনে দেওয়ার স্বপ্ন দেখছেন। ভারত, শ্রীলঙ্কার একাধিক শহরে অনুষ্ঠিত হবে মহিলাদের বিশ্বকাপ। ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও কলম্বোতে। ফাইনাল নির্ধারিত হয়েছে আগামী ২ নভেম্বর। উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতের মেয়েরা। যাকে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ বলে মনে করা হচ্ছে।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত অবশ্য প্রথম ম্যাচে হেরেছে। কিন্তু সেই ম্যাচেও উজ্জ্বল ছিলেন স্মৃতি। তিনি করেন ৫৮ রান। প্রতীকা রাওয়ালের সঙ্গে জুটিতে ওঠে ১১৪ রান। মাত্র ১৫ ইনিংসে দু’জনে মিলে ৯৫৮ রান করে ফেলেছেন। একবছরে এটাই কোনও জুটির সর্বোচ্চ রান। গত মঙ্গলবার আইসিসি’র যে ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে ফের শীর্ষে স্মৃতি মান্ধানা। তাঁর রেটিং ৭৩৫। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। তাঁর পয়েন্ট ৭৩১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ রান করে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ফিরে এলেন স্মৃতি। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে শীর্ষে ছিলেন স্মৃতি। ২০১৯ সালে প্রথমবার তিনি আইসিসি’র র্যাাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৪ রান করে উন্নতি হয়েছে প্রতীকারও। তিনি উঠে এসেছেন ৪২ তম স্থানে। আবার ৫৪ রানের সৌজন্যে ৪৩ তম স্থানে উঠে এসেছেন হরলিন দেওল।
