আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। পোর্তো অ্যালেগ্রোর ৩১ বছর বয়সী এক ব্যবসায়ী তার প্রায় ৬.১ বিলিয়ন র্যান্ড (প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার) সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে ফুটবলার নেইমার জুনিয়রকে মনোনীত করেছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম GZHMore জানাচ্ছে, কোনও রক্তের সম্পর্ক বা পেশাগত যোগসূত্র ছাড়াই গত ১২ জুন ওই ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে উইল নথিভুক্ত করেন। সেখানে তিনি তাঁর সম্পত্তি থেকে নেইমারকে ১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে যান। নিজের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি নেইমারকে খুব পছন্দ করি, তার সঙ্গে অনেকটা নিজেকে মিল খুঁজে পাই। তার মধ্যে আমি বিরল কিছু মূল্যবোধ দেখি, বিশেষত তার বাবার সঙ্গে সম্পর্ক আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়।’
অন্যদিকে নেইমারের প্রতিনিধি জানিয়েছেন, তারা এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও তথ্য পাননি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্রাজিলে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ একে নেইমারের প্রতি অদ্ভুত রকমের ভক্তি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন ফুটবল তারকার মাঠের বাইরের প্রভাব ও মানবিক গুণাবলির প্রতি এক আন্তরিক শ্রদ্ধা। উল্লেখযোগ্যভাবে, এর আগেও ২০২৩ সালে অন্য আরেক ব্রাজিলিয়ান ভক্ত তার উইলে নেইমারকে উত্তরাধিকারী করে যান, যেখানে পারিবারিক মূল্যবোধ ও তাঁর সংগ্রামের সঙ্গে নিজের মিল খুঁজে পাওয়ার কথা উল্লেখ করেছিলেন। এই সর্বশেষ ঘটনাটির মাধ্যমে ৩৩ বছর বয়সী নেইমার আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।
উত্তরাধিকার, ভক্তি, মানবিক যোগসূত্র ও সেলিব্রিটির প্রভাব একসাথে মিলেমিশে গেছে নেইমারের ক্ষেত্রে। প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। তার ঠিক আগেই ফের চোট পেয়ে গেলেন নেইমার। সদ্য ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন, সেখানে জায়গা পাননি স্যান্টোস তারকা। আশ্চর্যজনকভাবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রও। লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল এখন রয়েছে তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেলেকাওরা। তবে কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করেছে ব্রাজিল। এই অবস্থায় ৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ চিলি। তারপর ১০ সেপ্টেম্বর মুখোমুখি হতে হবে বলিভিয়ার। সেই দুটি ম্যাচের জন্য সুযোগ পেলেন না নেইমার ও ভিনিসিয়াস। ব্রাজিল ভক্তরা অবশ্য আশা করেছিলেন, নেইমার হয়তো দলে থাকবেন। কিন্তু দল ঘোষণার আগের দিনই হাঁটুর লিগামেন্টে ফের সমস্যা শুরু হয়। ২০২৩ সাল থেকে যে সমস্যা ভোগাচ্ছে নেইমারকে। আর সেটার জন্যই টানা দু’বছর জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। আশা জাগিয়েও ৩৩ বছর বয়সি তারকাকে হলুদ জার্সিতে দেখা যাবে না।
অ্যানচেলোত্তির যুক্তি, ‘নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় আরও ভাল জায়গায় শেষ করতে।’ দক্ষিণ আমেরিকার গ্রুপে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপে যোগ্যতা অর্জনও করে ফেলেছেন মেসিরা।এদিকে, রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াসকে কেন দলে রাখা হল না, সেই নিয়ে আলোচনা তীব্র। মনে করা হচ্ছে ভিনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামে আছেন রিয়ালের আরেক তারকা এদের মিলিতাও। বাদ পড়েছেন রদ্রিগো ও এন্ড্রিক। তবে দলে ঢুকেছেন লুকাস পাকুয়েতা।
