আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে মহিলা ফুটবলের ফাইনালে হৃদয় ভেঙেছিল ব্রাজিলের। হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে সরে গিয়েছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে সেই তিনিই আবার ফিরছেন। তিনি মার্তা। ন'মাস সরে থাকার পরে ফের দেখা যাবে তাঁকে। 

দু'মাস পরের কোপা আমেরিকার দিকে নজর রেখে ৩৯-এর কিংবদন্তি ফুটবলারকে ফেরানো হল দলে।

জাপানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য দল বাছাই করেছে ব্রাজিল। সেই দলে রাখা হয়েছে মার্তাকে। গত বছরের আগস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। 

অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হার মানে ব্রাজিল। সোনার পদকের স্বপ্নের জলাঞ্জলি সেখানেই। তৃতীয়বার রুপো পেয়ে মাঠ ছাড়তে হয় মার্তাকে। সেই মার্তা আবার ফিরছেন নতুন উদ্যমে।