আজকাল ওয়েবডেস্ক: কানপুরে ভারতের বিরুদ্ধে কি সাফল্য পেতে পারে বাংলাদেশ? প্রশ্নটা করা হয়েছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে।
প্রথম ইনিংসে ভাল ব্যাটিং করলে ভারতের বিরুদ্ধে সাফল্য আসবে বলে মনে করেন শাকিব। চেন্নাইয়ে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৯ রান করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অল আউট হয়ে যান শাকিবরা।
সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে শাকিব বলেন, ''চেন্নাইয়ে আমরা ভালই খেলেছি। কিন্তু সাড়ে তিনদিনে ম্যাচ শেষ হয়ে যাওয়া আমাদের জন্য আদর্শ ছিল না। আমি মনে করি আমরা তার থেকে ভাল দল। কানপুর টেস্টে আরও একটা সুযোগ আমরা পাব।''
শাকিব বারংবার বলছেন প্রথম ইনিংসে ভাল রান করতে হবে। কত রান প্রথম ইনিংসে করলে বাংলাদেশ সুবিধা পাবে দ্বিতীয় টেস্টে?
বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলছেন, ''চেন্নাইয়ে আমরা প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে উন্নতি করেছি। প্রথম ইনিংসে ১৪৯ করার পরে দ্বিতীয় ইনিংসে প্রায় আড়াইশোর কাছাকাছি রান করি। এই টেস্টে প্রথম ইনিংসে সাড়ে তিনশো রান করতে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।''
এদিকে কানপুর টেস্টের বল গড়ানোর আগেই বিস্ফোরণ ঘটিয়েছেন শাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন তিনি। ভারতের বিরুদ্ধে কানপুরে টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
ভারতের বিরুদ্ধে কানপুর টেস্ট নয়, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলে ব্যাট-প্যাড তুলে রাখতে চান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ২১ অক্টোবর থেকে শুরু হতে চলা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন বহু যুদ্ধের সৈনিক।
