আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিতের অবসরের পর টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে?‌ শোনা যাচ্ছে শুভমান গিলের নাম। কিন্তু ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, টেস্ট অধিনায়ক হওয়ার ব্যাপারে গিল সঠিক ব্যক্তি নন।


শ্রীকান্তের মতে, ‘‌টেস্টে প্রথম একাদশে গিল থাকবেই তা এখনও নিশ্চিত করে বলা যায় না। তাহলে কে হবে?‌ বোর্ড ঋষভ পন্থ বা লোকেশ রাহুলের কথা ভাবছে না। তাহলে বুমরা?‌ কিন্তু বুমরা শুনছি অধিনায়ক হতে চাইছে না।’‌


এরপরই শ্রীকান্তের সংযোজন, ‘‌যা পরিস্থিতি তাতে বুমরাই সবচেয়ে যোগ্য অধিনায়ক হওয়ার ব্যাপারে। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে বুমরাকেই অধিনায়ক করতাম। আর তারপর বলে দিতাম, বস যে ম্যাচে তোমার মনে হবে খেলো। আর সহ অধিনায়ক বাছতাম লোকেশ রাহুল বা পন্থকে। কারণ এই দুই ক্রিকেটারই টেস্টে প্রথম এগারোয় নিশ্চিত।’‌


শ্রীকান্তের দাবি, শুধুমাত্র স্বার্থের জন্যই অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি গিলকে অধিনায়ক করতে চাইছে। শ্রীকান্তের কথায়, ‘‌এতে ভুল রয়েছে তা বলব না। তবে স্বার্থের জন্য কাউকে অধিনায়ক করাটাও ঠিক নয়।’‌ এরপরই শ্রীকান্ত বলে দিয়েছেন, ‘‌শুভমান গিলকে নিয়ে অনেক কথাই শুনছি। কিন্তু এখনও অবধি বড় রান কোথায়?‌ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় এখনও সফল নয়। এর অর্থ গিলের উপর অধিনায়কত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। গিলকে আগে টেস্টে প্রতিষ্ঠা পেতে দাও। ঘরের পাশাপাশি বিদেশেও রান করতে দাও। তারপর তো।’‌ 


বিরাটের অবসর নিয়ে শ্রীকান্ত বলেছেন, ‘‌এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি চেয়ারম্যান থাকলে ব্যক্তিগতভাবে অনুরোধ করতাম। সম্ভবত টেস্টে অধিনায়কত্বের দায়িত্বও দিতাম।’‌