আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাকে 'মোটা' ও 'ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের জন্ম দেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। 

সোশ্যাল মিডিয়া উত্তাল এমন মন্তব্যের পরে। এই বিতর্কে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। পিটিআই-কে তিনি বলেন, ''আইসিসি টুর্নামেন্টের মাঝে একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের মন্তব্য একটা দল বা ব্যক্তিবিশেষের উপরে মানসিক প্রভাব ফেলতে পারে।'' 

শামা মহম্মদের বক্তব্য নিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দলের মুখপাত্রকে ওই বিতর্কিত মন্তব্য মুছে ফেলার নির্দেশ দেয় কংগ্রেস হাইকমান্ড। 

বোর্ড সচিব আরও বলেন, ''প্রতিটি ক্রিকেটার নিজেদের সেরাটা দিচ্ছে। রেজাল্টও দেখা যাচ্ছে। আশা রাখব, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিগত প্রচারের জন্য এই ধরনের অবমাননাকর বক্তব্য করা থেকে বিরত থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তি।'' 

শামা মহম্মদ লিখেছেন, ''ক্রীড়াবিদ হিসাবে রোহিত শর্মা মোটা। ওজন কমাতে হবে! এবং অবশ্যই ভারতের সবচেয়ে ব্যক্তিত্বহীন অধিনায়ক।" তাঁর আরও দাবি, রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। 

তাঁর এহেন মন্তব্য নিয়ে উত্তাল হয় দেশ। সেমিফাইনালের আগেরদিন কংগ্রেস মুখপাত্রর মন্তব্য রোহিতের কানে পৌঁছেছে কিনা জানা নেই, তবে খেলার আগেরদিন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য ঘিরে দেশ আলোড়িত হয়েছে, এমন উদাহরণ কিন্তু স্মরণকালের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। 


আশা রাখব সংশ্লিষ্ট ব্যক্তি নিজের প্রচারের জন্য জাতীয় স্বার্থকেও  এই ধরনের অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকবেন।