আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে ব্রঙ্কো টেস্ট। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। একটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ফিটনেস বাড়ানোর জন্যই এই টেস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মূলে টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু। জোর দেওয়া হচ্ছে পেসারদের ফিটনেসের ওপর। ২০২৭ বিশ্বকাপ খেলতে চান বিরাট কোহলি এবং রোহিত শর্মা। মনোজ তিওয়ারি মনে করেন, এই টেস্ট দুই মহাতারকার পথ আরও কঠিন করবে। বাংলার ক্রিকেটারের দাবি, রোহিতকে ২০২৭ বিশ্বকাপের দল থেকে বাদ দিতেই শুরু হয়েছে ব্রঙ্কো টেস্ট। 

মনোজ বলেন, 'আমার মনে হয় ২০২৭ বিশ্বকাপ থেকে বিরাট কোহলিকে দূরে রাখা কঠিন হবে। তবে রোহিত শর্মাকে ততদিন পর্যন্ত রাখা হবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে। কারণ ভারতীয় ক্রিকেটে কী হচ্ছে আমি বুঝতে পারছি। আমার মনে হয় ব্রঙ্কো টেস্ট এমন প্লেয়ারদের জন্য যারা ভবিষ্যতে বেশিদিন দলের অঙ্গ থাকবে না। সেই জন্যই কয়েকদিন আগে এই টেস্ট আনা হয়েছে। ভারতীয় ক্রিকেটে ব্রঙ্কো টেস্ট সবচেয়ে কঠিন ফিটনেস টেস্ট। প্রশ্ন হল, এখনই কেন এটা করা হল? কেন হেড কোচ দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ থেকে নয়? এটা কার মস্তিষ্কপ্রসূত? কয়েকদিন আগে হঠাৎ করে ব্রঙ্কো টেস্ট চালু করার কারণ কী? এগুলোর উত্তর আমার কাছে নেই। তবে আমার মনে হচ্ছে, বিষয়টা রোহিতের জন্য কঠিন হতে পারে। ওকে নিজের ফিটনেসে নজর দিতে হবে। আমার মনে হয় ব্রঙ্কো টেস্টেই ও আটকে যাবে।' জানা গিয়েছে, এই টেস্টে সায় আছে গৌতম গম্ভীরের। ইংল্যান্ড সিরিজে ফিটনেস সমস্যার পরই এই টেস্ট অন্তর্ভুক্ত করা হয়। 

কী এই ব্রঙ্কো টেস্ট? ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে এবার নতুন পরীক্ষা চালু করতে চলেছে বিসিসিআই। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গিয়েছে, বর্তমান ফিটনেস পরীক্ষার পাশাপাশি ভারতীয় ক্রিকেটে এবার যুক্ত হতে চলেছে রাগবি-ভিত্তিক ‘ব্রঙ্কো টেস্ট’। এই টেস্টে একাধিক শাটল রান করতে হয়—প্রথমে ২০ মিটার, তারপর ৪০ মিটার এবং শেষে ৬০ মিটার। মোট পাঁচ সেটে এই দৌড় সম্পূর্ণ করতে হয় খেলোয়াড়দের, তাও কোনও বিরতি ছাড়া। পুরো প্রক্রিয়া শেষ করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মিনিট। ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আড্রিয়ান লে রু এই পরীক্ষা চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, বিশেষ করে দ্রুতগতির বোলারদের আরও বেশি দৌড় করানো জরুরি, কারণ ফিটনেস সমস্যার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দল ভুগেছে। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষার তালিকায় ছিল ‘ইয়ো-ইয়ো টেস্ট’ এবং দু’কিলোমিটার টাইম ট্রায়াল। এর পাশাপাশি এবার ব্রঙ্কো টেস্টকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। জানা গেছে, বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে ইতিমধ্যেই কিছু শীর্ষ ক্রিকেটার এই পরীক্ষা দিয়ে ফেলেছেন। এক বিসিসিআই সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্রঙ্কো টেস্ট সেন্টার অব এক্সেলেন্সে চালু হয়েছে। কিছু চুক্তিবদ্ধ ক্রিকেটার বেঙ্গালুরুতে গিয়ে টেস্ট সম্পন্ন করেছেন। এই পরীক্ষা চালুর মূল লক্ষ্য হল নির্দিষ্ট ফিটনেস মান বজায় রাখা।' রোহিতের ভবিষ্যতে কী আছে সেটাই দেখার।