আজকাল ওয়েবডেস্ক: অতিরিক্ত আত্মবিশ্বাস ভারতের বিপদ ডেকে আনল। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি মনে করেন অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই টিম ইন্ডিয়াকে ডুবতে হয়েছে সিরিজে। 

বাসিত মনে করেন, ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, ''আমি আগেই বলেছিলাম ৩৫০-এর বেশি রান তাড়া করা কঠিন হয়ে যাবে। টপ থ্রি ব্যাটারদের মধ্যে একজনকে সেঞ্চুরি করতে হবে। ভারতের ব্যাটিংয়ের দুর্বলতা ধরা পড়েছে। প্রথম টেস্টে কিউয়ি পেসাররা ১৭টি উইকেট নেয়। দ্বিতীয় টেস্টে স্পিনাররা ১৯টি উইকেট নিয়েছে। ভারতের প্লেয়াররা পেসারদের সামলাতে পারেনি আবার স্পিনারদেরও খেলতে পারেনি। বেঙ্গালুরুর পিচে গতি এবং বাউন্স ছিল, সেখানেও ভারত হেরেছে। স্পিনিং ট্র্যাকেও ভারতকে হারতে হয়েছে।'' 

ভারতে খেলতে আসার আগে শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ড সিরিজ হেরেছে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রাধান্য রেখে সিরিজ জিতেছে ভারত। বাসিত মনে করছেন, ''বাংলাদেশের বিরুদ্ধে ভারত দু' দিনে টেস্ট জিতেছে। শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ডের হারের পরে ভারত হয়তো ধরেই নিয়েছিল খুব সহজেই তারা হারিয়ে দেবে কিউয়িদের। তার অর্থ হল ভারতের টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় প্লেয়াররা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ড হোমওয়ার্ক করে এসেছিল। ওদের হারানোর কিছুই ছিল না। কেউই ভাবতে পারেনি ভারতকে হারিয়ে দেবে নিউজিল্যান্ড। এমনকী নিউজিল্যান্ডের প্লেয়াররাও কল্পনা করেননি এই রেজাল্ট হবে। কিন্তু হোমওয়ার্ক করার ফলাফল পেল নিউজিল্যান্ড।''