আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘাতের আবহে থেমে গিয়েছে আইপিএল। স্থগিত পিএসএল-ও।  পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে আটকে পড়েন বিদেশি ক্রিকেটাররা। 

দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা শনিবার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বস্তি ফিরেছে একাধিক মহলে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন জানিয়েছেন অন্য এক অভিজ্ঞতার কথা। 

লাহোর কালান্দার্সের খেলোয়াড় রিশাদ। তিনি জানান বিদেশি ক্রিকেটাররা ভীত সন্ত্রস্ত ছিলেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিশাদ বলেন, ''স্য়াম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, টম কুরানের মতো বিদেশি ক্রিকেটাররা ভীত ছিল। দুবাইয়ে নামার পরে ড্যারিল মিচেল আমাকে বলে পাকিস্তানে আরও কখনও যাবে না।'' 

বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এই খবর শুনে শান্ত থাকতে পারেনি ইংল্যান্ডের টম কারেন। রিশাদ বলেন, ''শিশুদের মতো কাঁদতে থাকে টম কারেন। দু-তিনজন মিলে ওকে সামলাচ্ছিল।''