আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে কি শাকিব আল হাসান অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন? তিনি কি হারিয়েছেন সব কিছু? সে দেশের মানুষ কি ভুলে গেলেন শাকিবের অবদানের কথা? 

হয়তো তাই। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচের আগে এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, ''শাকিবের অনুপস্থিতি কি প্রভাব ফেলবে?'' প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়কের সটান উত্তর, ''না।'' 

অনেকেই ভেবেছিলেন শান্ত বোধহয় আরও কিছু বলবেন। কিন্তু এত সংক্ষিপ্ত উত্তর কেউই আশা করেননি। 
তার প্রেক্ষিতেই মনে হতেই পারে শাকিবকে নিয়ে এই বাংলাদেশ খুব একটা চিন্তিত নয়। তাঁকে নিয়ে ভাবিতও নয়। শাকিবকে নিয়ে প্রশ্ন করা হলে বিব্রতই হয় এই বাংলাদেশের ক্রিকেটাররা। 

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দেশ ছাড়ার আগেরদিন সাংবাদিক বৈঠকেও শাকিবকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নেও বিরক্ত হয়েছিলেন শান্ত। ভারত-বাংলাদেশ ম্যাচের আগেরদিন এক ভারতীয় সাংবাদিক বাংলায় জানতে চাইলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে শাকিবের না থাকাটা কি চিন্তার কারণ?” উত্তর দিতে একটুও সময় খরচ করেননি শান্ত। বলেন, ''না।'' শান্ত আর কথা বাড়াননি। 

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে এই শান্তকেই বলতে শোনা গিয়েছিল, ''এই প্রশ্নটা কেন করলেন আপনি, তা আমার জানা নেই। তবে শাকিব ভাইকে আমরা মিস করব। ও থাকলে ভাল হতো।''

শাকিব নেই বাংলাদেশে। জশপ্রীত বুমরাও নেই ভারতীয় দলে। বুমরা না থাকায় কি স্বস্তিতে বাংলাদেশ? শান্ত বললেন, ''কোনও একজন ক্রিকেটারকে নিয়ে আমরা ভাবছি না। ওদের দলে বেশ ভাল খেলোয়াড় য়েছে। আমরা নিজেদের নিয়েই ভাবছি। কীভাবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব, সেটা নিয়েই চিন্তা করছি।''