আজকাল ওয়েবডেস্ক: আসল রাজা কে, দেখিয়ে দিলেন মহম্মদ আমির।
মহম্মদ আমিরের বলটা পিচে পড়ে থেমে আসে। বাবর আজম বলটি পড়তে পারেননি। সামনের পায়ে ড্রাইভ করতে গিয়ে বল তুলে দেন শর্ট এক্সট্রা কাভারে থাকা ফিল্ডারের হাতে। পিএসএলে নিজের প্রথম ম্যাচে বাবর ফেরেন শূন্য হাতে।
বাবর আজম ফিরতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তাঁকে নিয়ে ট্রোলিং। কেউ লেখেন, আমির ফেরালেন বাবরকে। বাবর শূন্য রানে আউট।
আরেক ভক্ত লেখেন, হা ঈশ্বর। কী হল? বাবর আজম শূন্য রানে ফিরে গেলেন। মহম্মদ আমির ফেরালেন।
আরেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আসল রাজা কে দেখিয়ে দিলেন আমির।
টি-টোয়েন্টিতে বাবরের সময়টা ভাল যাচ্ছে না। টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। বিশেষ করে তাঁর স্ট্রাইকরেট নিয়ে। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন।
সেই নিরিখে বিচার কলে এবারের পিএসএল বাবর আজমের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে শুরুটা ভাল হল না।
